শুক্রবার প্রেক্ষাগৃহে আসছে ইংরেজি ছবি ডট

বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ৫৩
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ০৪

প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পাচ্ছে বাংলাদেশে নির্মিত ইংরেজি সিনেমা ‘ডট’। বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এই সিনেমাটি ইংরেজি ভাষায় শুটিং করা হয়েছে। ইংরেজি ভাষাতেই চলচ্চিত্রটির সেন্সর হয়েছে।

জানা গেছে, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাস, রাজশাহী জিআরবি, বগুড়ার মধুবন, উত্তরার ম্যাজিক মুভি থিয়েটারের মতো মাল্টিপ্লেক্স ছাড়াও দেশের বিভিন্ন একক হলেও দেখা যাবে ছবিটি।

বিজ্ঞাপন

‘ডট’ চলচ্চিত্রে নারী পাচার এবং নারী সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এর সময়সীমা দুই ঘণ্টা ৮ মিনিট।

বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত ‘ডট’ সিনেমায় অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, স্মৃতি বিশ্বাস পরী, মিষ্টিমনি, আব্দুল বারিক মুকুল, সোনিয়া পারভিন শাপলা, মামুন, কামরুল ইসলাম, কথা চৌধুরী প্রমুখ। সিনেমার গল্প ও চিত্রনাট্য ইমন বড়ুয়া।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত