টাঙ্গুয়ার হাওড়ে গিয়ে আবেগাপ্লুত আলম আরা মিনু

মিনুর নতুন গান ‘জানা ছিলো না’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ২০: ৫৯

আলমা আরা মিনু, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের একজন শ্রোতাপ্রিয় নন্দিত সঙ্গীতশিল্পী। তার কন্ঠেই মূলত জনপ্রিয়তা পায় দেশের গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ গানটি। তার গাওয়া রিয়াজ, শাবনূর অভিনীত ‘মাটির ফুল’ সিনেমার ‘সোনা দানা দামী গহনা’ গানটিও তুমুল জনপ্রিয়তা পায়।

সম্প্রতি মিনু তার প্রিয় স্থান সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড় ঘুরে এসেছেন। এ বিষয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘আর টাঙ্গুয়ার হাওড় আমার খুউব প্রিয় একটি স্থান। যেখানে ঘুরতে গিয়ে আমি অনেক আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। বারবার আমার স্বামীর কথা মনে পড়ছিলো। তিনি বেঁচে থাকলে আজ অনেক খুশী হতেন যদি এখানে বেড়াতে আসতেন।’

বিজ্ঞাপন

আলম আরা মিনু এখনো গানে নিয়মিত। চেষ্টা করেন তিনি সব মাধ্যমে গান করার। এরইমধ্যে ‘জানা ছিলো না’ শিরোনামে চমৎকার একটি মৌলিক গান করেছেন। এতে তার সহশিল্পী এম আর সুইট। গানটি লিখেছেন শহীদ আলবেরুনী বিপুল, সুর করেছেন শিহাব শাহরিয়ার।

আলম আরা মিনু বলেন, ‘জানা ছিলো না’ গানটির কথা ও সুর আমার কাছে ভীষণ ভালোলেগেছে। যে কারণে গানটি প্রবল আগ্রহ নিয়ে গেয়েছি আমি।’

গানের পাশাপাশি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেও বেশ ব্যস্ত সময় পার করছেন আলমা আরা মিনু। সম্প্রতি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার বিচারক হিসেবেও তিনি তার বিচারকার্য সম্পন্ন করেছেন। এছাড়াও শাপলা কুড়ির ১৩’তম আসওে অংশগ্রহণ করা শিশু শিল্পীদের প্রতিযোগিতার বিচারক ছিলেন।

এ বিষয়ে তিনি বলেন, ‘শিশু শিল্পীদের পুরস্কার প্রতিযোগিতার বিচারক হয়ে কাজ করতে পারাটা ভীষণ ভালো লাগার একটা কাজ। আমাদের দেশের এই প্রজন্মের শিশুরাও যে কত চমৎকার গান গাইতে পারে বিচারক হয়ে তা আবার নতুন করে জানলাম। তাদের অনেকের কণ্ঠেই গান শুনে আমি বিস্মিত হয়েছি। ওরাই আমাদের আগামী দিনের গানের ভুবনের ভবিষ্যত। তাদের জন্য অনেক অনেক দোয়া রইলো।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত