
বিনোদন রিপোর্টার

২৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুবিধ অবদান রেখে যাচ্ছেন শাকিব খান। মাঝে একটু ভাটা পরলেও নতুন প্রত্যাবর্তনের পর একের পর এক চমক নিয়ে পর্দায় ফিরছেন। সেই সঙ্গে হিট সিনেমা দিচ্ছেন।
কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে উন্মুক্ত হয়েছিল তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক, যা নিয়ে বেশ চর্চা হয়েছিল। এবার সেই লুক নিয়েই ভক্তদের সামনে এলেন নায়ক।
আজ, শুক্রবার সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছেন শাকিব খান। তার আসার খবরে বনানীতে শত শত দর্শকের সমাগম হয়েছে। উপস্থিত সবাই শাকিব খান খান শাকিব খান বলে চিৎকার করছেন, তাকে এক নজর দেখার জন্য।
কেউ শিস দিচ্ছেন, কেউ মোবাইলে ভিডিও করছেন; সবার অপেক্ষা এক ব্যক্তিকে ঘিরে। নায়কও তা ফেরান নি, আউটলেটের নিচে এসে সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন।
শো রুমের শাটার ধীরে ধীরে ওপরে উঠতেই দেখা যায়, অন্যপ্রান্তে দাঁড়িয়ে আছেন ঢালিউড কিং নিজে। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে জনতা। কিন্তু ভিড়ের ভেতর থেকেও অনেকের চোখ আটকে যায় এক জায়গায়—শাকিবের ড্রেসে।
সাদা শার্ট, কালো জ্যাকেট আর মানানসই সানগ্লাসে একদম সিনেমাটিক লুকে হাজির হন শাকিব খান। তাঁর এই নতুন গোঁফওয়ালা স্টাইল আর ফ্যাশনেবল পোশাক দেখে মুগ্ধ পথচারীরা। কেউ বলছেন, ‘কিরে বাবা, বয়স খালি কমে—বাড়ে না!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বস।’ এমন অসংখ্য প্রতিক্রিয়ায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া।
এদিকে শাকিব খান এখ ব্যস্ত রয়েছেন সাকিব ফাহাদ পরিচালিত‘সোলজার’ নিয়ে। এতে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা। সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।

২৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুবিধ অবদান রেখে যাচ্ছেন শাকিব খান। মাঝে একটু ভাটা পরলেও নতুন প্রত্যাবর্তনের পর একের পর এক চমক নিয়ে পর্দায় ফিরছেন। সেই সঙ্গে হিট সিনেমা দিচ্ছেন।
কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে উন্মুক্ত হয়েছিল তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক, যা নিয়ে বেশ চর্চা হয়েছিল। এবার সেই লুক নিয়েই ভক্তদের সামনে এলেন নায়ক।
আজ, শুক্রবার সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছেন শাকিব খান। তার আসার খবরে বনানীতে শত শত দর্শকের সমাগম হয়েছে। উপস্থিত সবাই শাকিব খান খান শাকিব খান বলে চিৎকার করছেন, তাকে এক নজর দেখার জন্য।
কেউ শিস দিচ্ছেন, কেউ মোবাইলে ভিডিও করছেন; সবার অপেক্ষা এক ব্যক্তিকে ঘিরে। নায়কও তা ফেরান নি, আউটলেটের নিচে এসে সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন।
শো রুমের শাটার ধীরে ধীরে ওপরে উঠতেই দেখা যায়, অন্যপ্রান্তে দাঁড়িয়ে আছেন ঢালিউড কিং নিজে। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে জনতা। কিন্তু ভিড়ের ভেতর থেকেও অনেকের চোখ আটকে যায় এক জায়গায়—শাকিবের ড্রেসে।
সাদা শার্ট, কালো জ্যাকেট আর মানানসই সানগ্লাসে একদম সিনেমাটিক লুকে হাজির হন শাকিব খান। তাঁর এই নতুন গোঁফওয়ালা স্টাইল আর ফ্যাশনেবল পোশাক দেখে মুগ্ধ পথচারীরা। কেউ বলছেন, ‘কিরে বাবা, বয়স খালি কমে—বাড়ে না!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বস।’ এমন অসংখ্য প্রতিক্রিয়ায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া।
এদিকে শাকিব খান এখ ব্যস্ত রয়েছেন সাকিব ফাহাদ পরিচালিত‘সোলজার’ নিয়ে। এতে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা। সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জনপ্রিয় সঙ্গীতশিল্পী মনির খান। বাংলাদেশের শহরে, গ্রামে গঞ্জে ও বিদেশে মনির খানের অসংখ্য ভক্ত রয়েছে। এখনো তারা মনির খানের নতুন গানের অপেক্ষায় থাকেন। মনির খানের জীবনে গীতিকার-সুরকার-সঙ্গীত পরিচালক মিল্টন খন্দকারের অনেক ভূমিকা রয়েছে।
১ ঘণ্টা আগে
সংগীত পরিচালক হিসেবে দীর্ঘদিনের সফল যাত্রার পর, প্রথমবার সিনেমা পরিচালনা করেছেন সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। তার পরিচালিত প্রথম সিনেমা ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’ আজ শুক্রবার মুক্তি পেয়েছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে।
২ ঘণ্টা আগে
বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর ‘প্রিডেটর’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল ১৯৮৭ সালে। হলিউডের জনপ্রিয় অ্যাকশন তারকা আর্নল্ড শোয়ার্জনেগার ছিলেন প্রথম কিস্তির নায়ক। দর্শকদের ব্যাপক সাড়ায় দারুণ সাফল্য পায় ছবিটি।
৩ ঘণ্টা আগে
১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ভক্ত অনুরাগীদের জন্য বিশেষ আয়োজন নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। ৭ থেকে ১৩ নভেম্বর এই মাল্টিপ্লেক্সে উদযাপিত হবে ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’।
২ দিন আগে