‘সোলজার’ গেটআপ নিয়ে ভক্তদের সামনে শাকিব খান

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৭: ১৫
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ১৭: ২২

২৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুবিধ অবদান রেখে যাচ্ছেন শাকিব খান। মাঝে একটু ভাটা পরলেও নতুন প্রত্যাবর্তনের পর একের পর এক চমক নিয়ে পর্দায় ফিরছেন। সেই সঙ্গে হিট সিনেমা দিচ্ছেন।

কিছুদিন আগেই সামাজিক মাধ্যমে উন্মুক্ত হয়েছিল তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক, যা নিয়ে বেশ চর্চা হয়েছিল। এবার সেই লুক নিয়েই ভক্তদের সামনে এলেন নায়ক।

বিজ্ঞাপন

আজ, শুক্রবার সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছেন শাকিব খান। তার আসার খবরে বনানীতে শত শত দর্শকের সমাগম হয়েছে। উপস্থিত সবাই শাকিব খান খান শাকিব খান বলে চিৎকার করছেন, তাকে এক নজর দেখার জন্য।

কেউ শিস দিচ্ছেন, কেউ মোবাইলে ভিডিও করছেন; সবার অপেক্ষা এক ব্যক্তিকে ঘিরে। নায়কও তা ফেরান নি, আউটলেটের নিচে এসে সবার প্রতি ভালোবাসা প্রদর্শন করেন।

শো রুমের শাটার ধীরে ধীরে ওপরে উঠতেই দেখা যায়, অন্যপ্রান্তে দাঁড়িয়ে আছেন ঢালিউড কিং নিজে। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে জনতা। কিন্তু ভিড়ের ভেতর থেকেও অনেকের চোখ আটকে যায় এক জায়গায়—শাকিবের ড্রেসে।

সাদা শার্ট, কালো জ্যাকেট আর মানানসই সানগ্লাসে একদম সিনেমাটিক লুকে হাজির হন শাকিব খান। তাঁর এই নতুন গোঁফওয়ালা স্টাইল আর ফ্যাশনেবল পোশাক দেখে মুগ্ধ পথচারীরা। কেউ বলছেন, ‘কিরে বাবা, বয়স খালি কমে—বাড়ে না!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘বস।’ এমন অসংখ্য প্রতিক্রিয়ায় ভরে গেছে সোশ্যাল মিডিয়া।

এদিকে শাকিব খান এখ ব্যস্ত রয়েছেন সাকিব ফাহাদ পরিচালিত‘সোলজার’ নিয়ে। এতে তার বিপরীতে রয়েছেন তানজিন তিশা। সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

শাকিব খান
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত