
বিনোদন ডেস্ক

আইয়ুব বাচ্চু তার গাওয়া গানের মতো সব সময় প্রাসঙ্গিক। তিনি অকপটে বলে গেছেন একটি সত্য– ‘আমি যাব চলে, দূরে বহুদূরে/ গান শুধু রবে, আমার স্মৃতি নিয়ে...।’
তাই আইয়ুব বাচ্চুর অনবদ্য সৃষ্টি, অনিন্দ্য গায়কি, শোণিতধারায় ঝড় বইয়ে দেওয়া গিটার বাদন নিয়ে অনুরাগীরা আলোচনায় মুখর হবেন; স্মৃতি রোমন্থনে ডুব দেবেন; মনে করিয়ে দেবেন, কীভাবে তিনি হয়ে উঠেছিলেন তার কালের শ্রেষ্ঠ ব্যান্ড তারকা; কেন তার গানগুলো এখনও শ্রোতামনে অনুরণন তুলে যাচ্ছে এটাই স্বাভাবিক।
সে কারণে এবার কিংবদন্তি এই শিল্পী ও সংগীতস্রষ্টার স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বাংলা রক গানের উৎসব। ডিমভি বাংলা রক ফেস্টিভ্যালের ধারাবাহিক আয়োজনের এবারের এই কনসার্টের শিরোনাম ‘ঘর ছাড়া এক সুখী ছেলে’। এটি অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফলস চার্চ মিলনায়তনে।
এই রক উৎসবে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো তার পরবর্তী প্রজন্মের শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসী বাঙালিদের সংগীতপিপাসা মেটানোর পাশাপাশি রক আইকনখ্যাত এই শিল্পীর অনবদ্য সৃষ্টিকে পরিচয় করিয়ে দেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বিভিন্ন দেশের সংগীতপ্রেমীদের। সব মিলিয়ে ‘ডিএমভি বাংলা রক ফেস্টিভ্যাল’-এর এবারের আয়োজন স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
এতে গানে গানে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাবে ব্যান্ড বিবাগী, ক্রোনেজ, জটিল, স্যাডো ড্রিমস এবং রাফি আলম ও তার ব্যান্ড। এ ছাড়া এই আয়োজনে অংশ নেবেন এলআরবি ব্যান্ডের সাবেক সদস্য কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক এসআই টুটুল। বিশেষ অতিথি থাকবেন এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য বেইজ গিটারিস্ট স্বপন। এই উৎসবের আয়োজন করেছেন রোজারিও মিডিয়াওয়ার্কস।
আয়োজকরা জানিয়েছেন, ৭ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ‘ঘর ছাড়া এক সুখী ছেলে’র আয়োজন। চলবে রাত পর্যন্ত। এতে অংশ নেওয়া প্রতিটি ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে তাঁর গানের পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানাবে।
পাশাপাশি থাকবে আবৃত্তি, আলোচনাসহ আরও কিছু আয়োজন। এ উৎসবে আরেকটি চমক হলো আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সংগীত সহযোদ্ধা এবং ব্যান্ড এলআরবির দুই প্রতিষ্ঠাতা সদস্য স্বপন ও টুটুলের অংশগ্রহণ।

আইয়ুব বাচ্চু তার গাওয়া গানের মতো সব সময় প্রাসঙ্গিক। তিনি অকপটে বলে গেছেন একটি সত্য– ‘আমি যাব চলে, দূরে বহুদূরে/ গান শুধু রবে, আমার স্মৃতি নিয়ে...।’
তাই আইয়ুব বাচ্চুর অনবদ্য সৃষ্টি, অনিন্দ্য গায়কি, শোণিতধারায় ঝড় বইয়ে দেওয়া গিটার বাদন নিয়ে অনুরাগীরা আলোচনায় মুখর হবেন; স্মৃতি রোমন্থনে ডুব দেবেন; মনে করিয়ে দেবেন, কীভাবে তিনি হয়ে উঠেছিলেন তার কালের শ্রেষ্ঠ ব্যান্ড তারকা; কেন তার গানগুলো এখনও শ্রোতামনে অনুরণন তুলে যাচ্ছে এটাই স্বাভাবিক।
সে কারণে এবার কিংবদন্তি এই শিল্পী ও সংগীতস্রষ্টার স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বাংলা রক গানের উৎসব। ডিমভি বাংলা রক ফেস্টিভ্যালের ধারাবাহিক আয়োজনের এবারের এই কনসার্টের শিরোনাম ‘ঘর ছাড়া এক সুখী ছেলে’। এটি অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফলস চার্চ মিলনায়তনে।
এই রক উৎসবে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গানগুলো তার পরবর্তী প্রজন্মের শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে প্রবাসী বাঙালিদের সংগীতপিপাসা মেটানোর পাশাপাশি রক আইকনখ্যাত এই শিল্পীর অনবদ্য সৃষ্টিকে পরিচয় করিয়ে দেবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা বিভিন্ন দেশের সংগীতপ্রেমীদের। সব মিলিয়ে ‘ডিএমভি বাংলা রক ফেস্টিভ্যাল’-এর এবারের আয়োজন স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা।
এতে গানে গানে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাবে ব্যান্ড বিবাগী, ক্রোনেজ, জটিল, স্যাডো ড্রিমস এবং রাফি আলম ও তার ব্যান্ড। এ ছাড়া এই আয়োজনে অংশ নেবেন এলআরবি ব্যান্ডের সাবেক সদস্য কণ্ঠশিল্পী ও সংগীতায়োজক এসআই টুটুল। বিশেষ অতিথি থাকবেন এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য বেইজ গিটারিস্ট স্বপন। এই উৎসবের আয়োজন করেছেন রোজারিও মিডিয়াওয়ার্কস।
আয়োজকরা জানিয়েছেন, ৭ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে ‘ঘর ছাড়া এক সুখী ছেলে’র আয়োজন। চলবে রাত পর্যন্ত। এতে অংশ নেওয়া প্রতিটি ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুকে তাঁর গানের পরিবেশনার মধ্য দিয়ে শ্রদ্ধা জানাবে।
পাশাপাশি থাকবে আবৃত্তি, আলোচনাসহ আরও কিছু আয়োজন। এ উৎসবে আরেকটি চমক হলো আইয়ুব বাচ্চুর দীর্ঘদিনের সংগীত সহযোদ্ধা এবং ব্যান্ড এলআরবির দুই প্রতিষ্ঠাতা সদস্য স্বপন ও টুটুলের অংশগ্রহণ।

বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়িকা মৌসুমী। নিজের প্রতিভা, অভিনয় ও সৌন্দর্য দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। নব্বই দশকের শুরুতে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমেই তিনি দর্শকের মন জয় করেন।
২ ঘণ্টা আগে
আগামী ৮ ও ৯ নভেম্বর সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে পদাতিক নাট্য সংসদ এর ৪৫তম প্রযোজনা, আরব্য রজনীর গল্প অবলম্বনে ‘আলিবাবা এবং চল্লিশ চোর’ এর উদ্বোধনী মঞ্চায়ন হবে।
২ ঘণ্টা আগে
ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গ্যালারি জুমে চলছে তরুণ প্রতিভা তাসনিফ হাসান আয়ানের একক শিল্প প্রদর্শনী ‘ভ্রুম টু দ্য ফিউচার’।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে ১৬ বছর কালো তালিকায় ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর। সরকারের পালাবদলের পর নতুন করে সরকারি এই দুই সম্প্রচারমাধ্যম থেকে আমন্ত্রণ পান। তবে এই আমন্ত্রণ গায়ক বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেওয়ার কথা গত বছরের সেপ্টেম্বরে জানিয়েছিলেন। তবে এর এক বছর পর এবার বিটিভিতে গেলেন বাংলা গানের এ
৫ ঘণ্টা আগে