নুসরাতের বিরুদ্ধে মামলায় যে অভিযোগ আনা হয়েছে

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ২২: ০৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোববার দুপুরে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলায় ২০৭ নম্বর ব্যক্তি হিসেবে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিন থাইল্যান্ড যাওয়ার সময় তাকে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। ফারিয়া ডিবি (গোয়েন্দা পুলিশ) হেফাজতে আছেন বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

নুসরাত ফারিয়া শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন। ৫ অগাস্টে হাসিনা সরকার পতনের পর থেকে রাজধানীর বিভিন্ন থানায় ও আদালতে নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ব্যক্তিদের দায়ী করে অসংখ্য হত্যা বা হত্যাচেষ্টা মামলা হয়েছে।

চলতি বছরের ২৯ এপ্রিল এই মামলাটি করেন এনামুল হক নামের এক ব্যক্তি। এই মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম, চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, জায়েদ খান, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ওই বছরই বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘আশিকী’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে আবির্ভূত হন তিনি। এছাড়াও তিনি মডেলিং ও সঞ্চালনায়ও করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত