চবি শিক্ষার্থী-এলাকাবাসী সংঘর্ষ, প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ চমক

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ১৮: ১১
আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৯: ০১

ছোটপর্দার একজন নিয়মিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় নিজেকে তুলে ধরেছেন আন্দোলনের অন্যতম সমর্থক হিসেবে। এছাড়াও সমাজের নানা অসংগতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় পোস্ট দিয়ে নিজের অনুভূতিগুলো শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় আজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

রুকাইয়া জাহান চমক তার ফেসবুক পোস্টে লেখেন, ‘চট্টগ্রামের প্রশাসন কি করতেছে! এখন সেনাবাহিনী কই? যেখানে দরকার নাই, সেখানে গিয়া উরাধুরা মারপিট দিচ্ছে, আর যেখানে দরকার সেখানে তাদের টিকি টাও দেখা যায় না!’

তিনি আরো বলেন, ‘মানুষের জীবন আপনাদের কাছে ছেলে খেলা! নাকি সরকার সোশ্যাল মিডিয়াতে ঢোকেনই না, মেন্টাল পিস নষ্ট হওয়ার ভয়ে! তারা শুধু তাদের বলয়ের মধ্যেই থাকে, এবং সব কিছু নষ্ট হওয়ার পর এসে বলবে তীব্র নিন্দা জানাই অথবা সমবেদনা।’

অপর আরেকটি পোস্টে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি বন্ধ করার আহ্বান জানান তিনি।

তিনি লেখেন, ‘বিশ্ববিদ্যালয় গুলোতে রাজনীতি ব্যান করেন, প্লিজ! এগুলো আর নেয়া যাচ্ছে না।’

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত