আসছে 'ব্যাচেলর পয়েন্ট' এর নতুন পর্ব

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১৬: ৫০

অপেক্ষার অবসান ঘটিয়ে আলোচনার ঝড় আরও তীব্র করতে এসে গেছে 'ব্যাচেলর পয়েন্ট'-এর নতুন পর্ব। দর্শকদের তুমুল আগ্রহ আর ভালোবাসাকে সঙ্গী করে আবারও ফিরেছে ব্যাচেলরদের সেই চিরচেনা ফ্ল্যাট, আর গল্পের নতুন অধ্যায়ও ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আগের পর্বগুলোর রেশ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে আরও বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনা।

পাশার ব্যবসার নতুন চ্যালেঞ্জ, ফ্ল্যাটের শান্তি নিয়ে টানাটানি, শিমুল-জাকিরের জটিল যুদ্ধ, আর মতলবের অবিশ্বাস্য নতুন চাল—সবই থাকছে এবারের পর্বে। এর সাথে নতুন চমক হিসেবে দেখা যাবে নতুন মুখ।

বিজ্ঞাপন

কাজল আরেফিন অমির অনবদ্য পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে বরাবরের মতোই প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা, লামিয়া লাম সহ তাদের সুপরিচিত সঙ্গীরা।

তাহলে আর দেরি কেন? নতুন পর্বগুলো এখনই স্ট্রিমিং শুধুমাত্র বঙ্গতে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত