পাঁচ দশকে শাবানা-আলমগীরের ‘চাষীর মেয়ে’

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৮: ৫৩

শাবানা-আলমগীর জুটি অভিনীত সামাজিক প্রেম কাহিনি নির্ভর চলচ্চিত্র ‘চাষির মেয়ে’ মুক্তির পাঁচ দশক পেরিয়ে গেল। বাবুল চৌধুরী পরিচালিত ও চিত্রা জহির প্রযোজিত চলচ্চিত্র ‘চাষীর মেয়ে’ সিনেমাটি ১৯৭৫ সালের ২০ জুন মুক্তি পায়। মুক্তির পাঁচ দশক উপলক্ষ্যে আগামীকাল, সোমবার, বেলা ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে চলচ্চিত্রটি।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি শাবানা-আলমগীর। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- সুজাতা, প্রবীর মিত্র, সুভাষ দত্ত, আনোয়ারা, টেলি সামাদ প্রমুখ।

বিজ্ঞাপন

সিনেমাটির কাহিনি লিখেছেন সাঈদুর রহমান সাঈদ, সংলাপ রচয়িতা আশীষ কুমার লৌহ। সংগীত পরিচালক সত্য সাহা, গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন- সাবিনা ইয়াসমিন এবং সৈয়দ আবদুল হাদী। তখনকার সামাজিক প্রেক্ষাপটে চিত্রায়িত রোমান্টিক-প্রেমের অ্যাকশনধর্মী চলচ্চিত্র এটি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত