আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভক্তদের সচেতন করলেন সাদিয়া আয়মান

বিনোদন রিপোর্টার

ভক্তদের সচেতন করলেন সাদিয়া আয়মান

এ আই দিয়ে তৈরি ফেক ভিডিওর কারণে বিড়ম্বনায় পড়ছেন শোবিজ তারকারা। আজ মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে এআই দিয়ে তৈরি করা ছবি-ভিডিও সম্পর্কে ভক্তদের সচেতন করেছেন এ প্রজন্মের ছোট পর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী সাদিয়া আয়মান।

সাদিয়া আয়মানের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হল:

বিজ্ঞাপন

কিছু কিছু পেইজ আছে যারা সেলিব্রিটিদের এআই দিয়ে এডিট করা ছবি বানায়। আমার মনে হয়, ওরা আমার ছবি বানিয়ে ছড়াতে আরও বেশি মজা পায়। হ্যাঁ, তারা সম্ভবত এ থেকে আয় করে । এটাই তাদের রুটি-রুজি হতে পারে। কিন্তু এতে ওদের নীচু মানসিকতার আর সস্তা মনভাবটাই বেশি ফুটে ওঠে।

কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের, ২০২৫ সালেও মানুষ কীভাবে এখনো ‘এআই’ চিনতে পারে না বা বোঝে না! তারা ওই ভুয়া ছবি বা ভিডিওতে গিয়ে আসল ভেবে মন্তব্য করে! এখন তো সময় হয়েছে একটু সচেতন হওয়ার! এসব ‘এআই এডিটেড ছবি ও ভিডিও’ কে সত্যি ভেবে বিশ্বাস করবেন না, আল্লাহর দোহাই লাগে!

আমার দর্শক ও অনুসারীদের প্রতি ছোট্ট একটা অনুরোধ ‘যদি কখনো এমন কোনো ছবি বা ভিডিও চোখে পড়ে, তাহলে পোস্ট এবং পেইজটা রিপোর্ট করুন এবং সরাসরি ব্লক করে দিন।

এবং আমি অবশ্যই এই বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব। এরপর ওনারাই বিষয়টা সামলাবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন