বিনোদন রিপোর্টার
একটি সিনেমার পরতে পরতে আছে একজন নারীর নিজের মতো করে বাঁচতে চাওয়ার গল্প; আর আরেকটি সিনেমা তুলে ধরেছে সমাজের প্রান্তিক মানুষের জীবনের ওঠানামার নানা স্তর। এই দুই শিল্পনির্ভর সিনেমা হলো ‘বাড়ির নাম শাহানা’ ও ‘ফেরেশতে’; যা শুক্রবার মুক্তি পেয়েছে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে। তবে নির্মাণের পর দুটি সিনেমাই প্রদর্শিত হয়েছে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
লীসা গাজীর পরিচালনায় ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটি দেখা যাচ্ছে ৯টি প্রেক্ষাগৃহে। প্রযোজক আরিফুর রহমান জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখা, সনি স্কয়ার, সেন্টার স্কয়ারে দেখা যাচ্ছে সিনেমাটি। এছাড়াও ব্লকবাস্টার সিনেমাস, নারায়ণগঞ্জের সিনোস্কোপ, ম্যাজিক মুভি থিয়েটার, গ্র্যান্ড রিভার ভিউ, মোমো ইনন পার্কে প্রদর্শিত হচ্ছে ‘বাড়ির নাম শাহানা’।
বিচ্ছেদের পরও নিজের মতো করে বাঁচতে চাওয়া দীপা নামের এক নারীর অদম্য লড়াইয়ের গল্পের সিনেমা এটি। দীপা কোনোভাবেই চায় না স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। রক্ষণশীল পরিবারে বড় হলেও সমাজের কূপমণ্ডূকতা অস্বীকার করে নিজের মতো করে বাঁচতে চায় দীপা। দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। সিনেমায় আরো আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ কয়েকজন। গত কয়েক বছরে লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ের চলচ্চিত্র উৎসবে ‘বাড়ির নাম শাহানা’ প্রদর্শিত হয়েছে। গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড ও কমলা কালেক্টিভের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
প্রযোজক জানিয়েছেন, চলচ্চিত্রটির অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে বাংলাদেশের একটি মফস্বল শহরে এবং বাকি অংশ ইংল্যান্ডের একটি ছোট শহরে ধারণ করা হয়েছে। গল্পের সময় ও প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে সব দৃশ্য প্রাকৃতিক পরিবেশে ধারণ হয়েছে। কোনো ডাবিং ছাড়াই শতভাগ অন-লোকেশন সাউন্ড ব্যবহার করা হয়েছে সিনেমায়।
অন্যদিকে শুক্রবার মুক্তি পাওয়া ফেরেশতে সিনেমাটা বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেছেন। সিনেমার প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, বলি আর্কিড ও সেন্টার পয়েন্ট শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। এছাড়াও ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে দেখা যাচ্ছে ‘ফেরেশতে’।
সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প বলেছে এই সিনেমার চিত্রনাট্য। ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর কাহিনি এখানে তুলে ধরা হয়েছে। এই দম্পতির জীবনের গল্পে আছে সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার শক্তি। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথীসহ অনেকে।
২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ফেরেশতে। সিনেমায় রয়েছে ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ শিরোনামের একটি গান। গানের কথা লিখেছেন কবি পিয়াস মজিদ। গানটি গেয়েছেন সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি। ‘ফেরেশতে’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।
একটি সিনেমার পরতে পরতে আছে একজন নারীর নিজের মতো করে বাঁচতে চাওয়ার গল্প; আর আরেকটি সিনেমা তুলে ধরেছে সমাজের প্রান্তিক মানুষের জীবনের ওঠানামার নানা স্তর। এই দুই শিল্পনির্ভর সিনেমা হলো ‘বাড়ির নাম শাহানা’ ও ‘ফেরেশতে’; যা শুক্রবার মুক্তি পেয়েছে দেশের মাল্টিপ্লেক্সগুলোতে। তবে নির্মাণের পর দুটি সিনেমাই প্রদর্শিত হয়েছে বিভিন্ন দেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
লীসা গাজীর পরিচালনায় ‘বাড়ির নাম শাহানা’ সিনেমাটি দেখা যাচ্ছে ৯টি প্রেক্ষাগৃহে। প্রযোজক আরিফুর রহমান জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখা, সনি স্কয়ার, সেন্টার স্কয়ারে দেখা যাচ্ছে সিনেমাটি। এছাড়াও ব্লকবাস্টার সিনেমাস, নারায়ণগঞ্জের সিনোস্কোপ, ম্যাজিক মুভি থিয়েটার, গ্র্যান্ড রিভার ভিউ, মোমো ইনন পার্কে প্রদর্শিত হচ্ছে ‘বাড়ির নাম শাহানা’।
বিচ্ছেদের পরও নিজের মতো করে বাঁচতে চাওয়া দীপা নামের এক নারীর অদম্য লড়াইয়ের গল্পের সিনেমা এটি। দীপা কোনোভাবেই চায় না স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পরিবার বা সমাজ তার জীবনকে নিয়ন্ত্রণ করুক। রক্ষণশীল পরিবারে বড় হলেও সমাজের কূপমণ্ডূকতা অস্বীকার করে নিজের মতো করে বাঁচতে চায় দীপা। দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। সিনেমায় আরো আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নীসহ কয়েকজন। গত কয়েক বছরে লন্ডন, শিকাগো, মেলবোর্ন, বার্মিংহাম, রোম ও মুম্বাইয়ের চলচ্চিত্র উৎসবে ‘বাড়ির নাম শাহানা’ প্রদর্শিত হয়েছে। গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড ও কমলা কালেক্টিভের প্রযোজনায় নির্মিত হয়েছে সিনেমাটি।
প্রযোজক জানিয়েছেন, চলচ্চিত্রটির অধিকাংশ দৃশ্য ধারণ করা হয়েছে বাংলাদেশের একটি মফস্বল শহরে এবং বাকি অংশ ইংল্যান্ডের একটি ছোট শহরে ধারণ করা হয়েছে। গল্পের সময় ও প্রেক্ষাপটের সঙ্গে মিল রেখে সব দৃশ্য প্রাকৃতিক পরিবেশে ধারণ হয়েছে। কোনো ডাবিং ছাড়াই শতভাগ অন-লোকেশন সাউন্ড ব্যবহার করা হয়েছে সিনেমায়।
অন্যদিকে শুক্রবার মুক্তি পাওয়া ফেরেশতে সিনেমাটা বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেছেন। সিনেমার প্রযোজক ও অভিনেতা সুমন ফারুক জানিয়েছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সনি স্কয়ার, বলি আর্কিড ও সেন্টার পয়েন্ট শাখায় দেখা যাচ্ছে সিনেমাটি। এছাড়াও ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে দেখা যাচ্ছে ‘ফেরেশতে’।
সমাজের প্রান্তিক মানুষের জীবনের গল্প বলেছে এই সিনেমার চিত্রনাট্য। ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর কাহিনি এখানে তুলে ধরা হয়েছে। এই দম্পতির জীবনের গল্পে আছে সংগ্রাম, বঞ্চনা, টিকে থাকার লড়াই ও মানবিকতার শক্তি। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথীসহ অনেকে।
২০২২ সালে নির্মাণ শেষে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে ফেরেশতে। সিনেমায় রয়েছে ‘প্রেমের হাওয়া একবার যদি গায়ে লাগে রে’ শিরোনামের একটি গান। গানের কথা লিখেছেন কবি পিয়াস মজিদ। গানটি গেয়েছেন সংগীতশিল্পী বেলাল খান ও ইরানি গায়িকা মোনা আসকারি। ‘ফেরেশতে’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।
আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৬ মিনিট আগেদর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
২২ মিনিট আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৬ ঘণ্টা আগেশিক্ষকতা পেশা এবং আবৃত্তি, বিতর্ক, বক্তৃতা, অভিনয়ের প্রতি কতটা ভালোবাসা থাকলে, নিজে স্বাধীনমতো কাজ করার জন্য এক জীবনে বিয়েই করলেন না সাভার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান শাহানা জাহান সিদ্দিকা।
৬ ঘণ্টা আগে