আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানি গায়ক আলী আজমত

বিনোদন রিপোর্টার
ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানি গায়ক আলী আজমত

দীর্ঘ ছয় বছর পর আবারও ঢাকার মঞ্চে গান গাইবেন পাকিস্তানি রক সংগীতশিল্পী আলী আজমত। খুব শিগগিরই ঢাকায় আসছেন গায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি নিশ্চিত করেছেন গায়ক নিজেই। এর আগে ২০১৯ সালের ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে সর্বশেষ পারফর্ম করেছিলেন তিনি।

তবে ঢাকায় এবারই প্রথমবারের মতো একক কনসার্টে অংশ নেবেন আলী। কনসার্টের শিরোনাম ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’।

বিজ্ঞাপন

শুক্রবার রাতে ভেরিফাইড ফেসবুকে আলী আজমত বাংলাদেশে আসা প্রসঙ্গে একটি স্ট্যাটাস দেন। দর্শক ভরা মঞ্চের একটি ছবি আপলোড করেন। সেখানে লেখা, হ্যালো বাংলাদেশ। ক্যাপশনে গায়ক লেখেন, ‘অবশেষে! আশা করি তোমাদের সবার সাথে দেখা হবে।’

তবে কনসার্টটি কবে, কোথায় হবে, কারা আয়োজন করছে সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি।

আলী আজমত মূলত পাকিস্তানের কিংবদন্তি রক ব্যান্ড ‘জুনুন’-এর ভোকালিস্ট হিসেবে খ্যাতি পান। ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ব্যান্ডটির হয়ে গান করেন তিনি। পরে ২০০৬ সালে নিজের নতুন ব্যান্ড ‘সোশ্যাল সার্কাস’ গড়ে তোলেন।

গায়ক আলী আজমতের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘দিওয়ানা’, ‘তেরে লিয়ে’, ‘রঙিলা’, ‘নারে নারে’, ‘মাওলা’, ‘ইয়ে জিসম’, ‘সায়োনি’, ‘খুদি কো কর বুলন্দ’, ‘গরজ বরস’, ‘জিন্দা’ ইত্যাদি। গানের পাশাপাশি অভিনয় গুণের কারণেও নিজ দেশ ও বলিউডে জনপ্রিয়তা রয়েছে তার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন