
বিশেষ প্রতিনিধি

ছোট পর্দায় আবারো জুটি হিসেবে দেখা মিলল তাসনুভা তিশা ও আরশ খানের। সম্প্রতি এ জুটির নতুন নাটক ‘কেউ একজন তুমি’ প্রকাশ পেয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে। মুক্তির তিন দিনের মাথায় নাটকটি প্রায় দুই মিলিয়ন তথা সতেরো লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। জীবন-সংগ্রাম আর ভালোবাসার নতুন এক গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মো. মেহেদি হাসান জনি।
পরিচালনার পাশাপাশি নাটকের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এ নির্মাতা। নাটকের কাহিনি গড়ে উঠেছে ফারিয়া ও হৃদয় নামের দুই তরুণ-তরুণীর চুক্তিভিত্তিক বিয়েকে কেন্দ্র করে। ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য ফারিয়া যখন মরিয়া হয়ে উঠেছেন, ঠিক তখনই পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখতে পান। সেখানে কাজের কথা বলা হয়েছিল, তার বিনিময়ে ১০ লাখ টাকা পারিশ্রমিক দেওয়া হবে বলেও উল্লেখ ছিল। সেই সূত্রে হৃদয়ের সঙ্গে পরিচয় ফারিয়ার। হৃদয়ের শর্ত মেনে তিনি এক বছরের জন্য তার স্ত্রী হতে রাজি হন। কিন্তু চুক্তিভিত্তিক সেই বিয়ে জন্ম দেয় এক নতুন ঘটনার।
এমনই কাহিনি নিয়ে নির্মিত এ নাটকে আরশ-তাসনুভা জুটির সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফয়সাল রাব্বি, আশিয়ান লাবিবা, আজম খান, সৈয়দা নওশীন ইসলাম দিশা, কামরুন নাহার রুমা প্রমুখ।
গত দুই বছরে রেকর্ডসংখ্যক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তাসনুভা তিশা ও আরশ খান। এ জুটির ‘আপন মানুষ’, ‘পাগলপুর’, ‘বেলা শেষে’, ‘আরো কিছুটা সময়’, ‘আই কুইট’, ‘মেয়েটার ছেলেটা’, ‘তবুও জীবন’, ‘১৬ আনা প্রেম’, ‘তোমার জন্য মায়া হয়’, ‘লাভ টু হেট ইউ’, ‘তুমি ফুলের মতো’, ‘যদি ভালোবাসো’, ‘শীতল মেঘের প্রেম’, ‘বাবা তুমি পচা’, ‘ভাগাও ডটকম’, ‘যে ব্যথা অন্তরে’, ‘ভালোবাসা অতঃপর’, ‘তুমি ফুল নাকি ভুল’, ‘যদি ভালোবাসো’, ‘অল্প স্বল্প প্রেম’, ‘প্রেমে পড়েছে মন’সহ আরো বেশকিছু নাটক দর্শকের মাঝে সাড়া ফেলেছে।
এর পরও চলতি বছরের মাঝামাঝি সময়ে ভাঙে তাদের জুটি। অবশেষে ‘কেউ একজন তুমি’ নাটকের মাধ্যমে আবার পর্দায় জুটি হিসেবে দেখা মিলল তাদের।
এ নিয়ে তাসনুভা তিশা বলেন, ‘গত এপ্রিল থেকে আরশের সঙ্গে নতুন কোনো কাজ করা হয়ে ওঠেনি। এর মানে এই নয় যে, আমাদের জুটি চিরতরে ভেঙে গেছে। আরশ বেশকিছু কাজ হাতে নিয়েছিল, যেগুলো শেষ করা জরুরি ছিল। অন্যদিকে আমিও বসে না থেকে নিয়মিত নাটকে অভিনয় করে গেছি। এ সময়ে আরশকে অন্যান্য অভিনেত্রীর বিপরীতে কাজ করতে দেখা গেছে, যে কারণে একটি গ্যাপ তৈরি হয়েছে।’

ছোট পর্দায় আবারো জুটি হিসেবে দেখা মিলল তাসনুভা তিশা ও আরশ খানের। সম্প্রতি এ জুটির নতুন নাটক ‘কেউ একজন তুমি’ প্রকাশ পেয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে। মুক্তির তিন দিনের মাথায় নাটকটি প্রায় দুই মিলিয়ন তথা সতেরো লাখের বেশি মানুষ দেখে ফেলেছেন। জীবন-সংগ্রাম আর ভালোবাসার নতুন এক গল্প নিয়ে নাটকটি নির্মাণ করেছেন মো. মেহেদি হাসান জনি।
পরিচালনার পাশাপাশি নাটকের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন এ নির্মাতা। নাটকের কাহিনি গড়ে উঠেছে ফারিয়া ও হৃদয় নামের দুই তরুণ-তরুণীর চুক্তিভিত্তিক বিয়েকে কেন্দ্র করে। ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য ফারিয়া যখন মরিয়া হয়ে উঠেছেন, ঠিক তখনই পত্রিকায় একটি বিজ্ঞাপন দেখতে পান। সেখানে কাজের কথা বলা হয়েছিল, তার বিনিময়ে ১০ লাখ টাকা পারিশ্রমিক দেওয়া হবে বলেও উল্লেখ ছিল। সেই সূত্রে হৃদয়ের সঙ্গে পরিচয় ফারিয়ার। হৃদয়ের শর্ত মেনে তিনি এক বছরের জন্য তার স্ত্রী হতে রাজি হন। কিন্তু চুক্তিভিত্তিক সেই বিয়ে জন্ম দেয় এক নতুন ঘটনার।
এমনই কাহিনি নিয়ে নির্মিত এ নাটকে আরশ-তাসনুভা জুটির সঙ্গে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফয়সাল রাব্বি, আশিয়ান লাবিবা, আজম খান, সৈয়দা নওশীন ইসলাম দিশা, কামরুন নাহার রুমা প্রমুখ।
গত দুই বছরে রেকর্ডসংখ্যক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন তাসনুভা তিশা ও আরশ খান। এ জুটির ‘আপন মানুষ’, ‘পাগলপুর’, ‘বেলা শেষে’, ‘আরো কিছুটা সময়’, ‘আই কুইট’, ‘মেয়েটার ছেলেটা’, ‘তবুও জীবন’, ‘১৬ আনা প্রেম’, ‘তোমার জন্য মায়া হয়’, ‘লাভ টু হেট ইউ’, ‘তুমি ফুলের মতো’, ‘যদি ভালোবাসো’, ‘শীতল মেঘের প্রেম’, ‘বাবা তুমি পচা’, ‘ভাগাও ডটকম’, ‘যে ব্যথা অন্তরে’, ‘ভালোবাসা অতঃপর’, ‘তুমি ফুল নাকি ভুল’, ‘যদি ভালোবাসো’, ‘অল্প স্বল্প প্রেম’, ‘প্রেমে পড়েছে মন’সহ আরো বেশকিছু নাটক দর্শকের মাঝে সাড়া ফেলেছে।
এর পরও চলতি বছরের মাঝামাঝি সময়ে ভাঙে তাদের জুটি। অবশেষে ‘কেউ একজন তুমি’ নাটকের মাধ্যমে আবার পর্দায় জুটি হিসেবে দেখা মিলল তাদের।
এ নিয়ে তাসনুভা তিশা বলেন, ‘গত এপ্রিল থেকে আরশের সঙ্গে নতুন কোনো কাজ করা হয়ে ওঠেনি। এর মানে এই নয় যে, আমাদের জুটি চিরতরে ভেঙে গেছে। আরশ বেশকিছু কাজ হাতে নিয়েছিল, যেগুলো শেষ করা জরুরি ছিল। অন্যদিকে আমিও বসে না থেকে নিয়মিত নাটকে অভিনয় করে গেছি। এ সময়ে আরশকে অন্যান্য অভিনেত্রীর বিপরীতে কাজ করতে দেখা গেছে, যে কারণে একটি গ্যাপ তৈরি হয়েছে।’

আগামীকাল ১৩ নভেম্বর নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ুন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী। প্রয়াত এই কিংবদন্তীর বহু নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন ডা. এজাজ।
১ ঘণ্টা আগে
সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বেড়েছে পাকিস্তানি তারকাদের আনাগোনা। গত সেপ্টেম্বরে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির বাংলাদেশে এসেছিলেন। অন্যদিকে আগামী ১৪ নভেম্বর বাংলাদেশে পারফর্ম করবেন পাকিস্তানি ব্যান্ড জুনুন। আর এবার আলোচনায় পাকিস্তানি আরেক জনপ্রিয় মুখ আহাদ রাজা মীর।
৩ ঘণ্টা আগে
আসছে বিয়ের মৌসুম। রীতি–রেওয়াজের পাশাপাশি বিয়ের প্রতিটি আয়োজনে সংগীত এখন অন্যতম প্রধান অনুষঙ্গ। আর তাই নতুন গান নিয়ে এসেছেন সময়ের আলোচিত তরুণ সংগীতশিল্পী মুজা। গানের নাম ’মাইয়া’। সঙ্গে আছেন আরেক তরুণ শিল্পী সানজানা।
৩ ঘণ্টা আগে
রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং হাউজে গুনী নাট্যনির্মাতা সকাল আহমেদ নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘আবীরের বাড়ি ফেরা’। নাটকটি রচনা করেছেন সেজান নূর। নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা তন্ময় সোহেল।
১ দিন আগে