আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমরা একসাথে একটি সুন্দর অধ্যায়ে প্রবেশ করছি: রাফসান

বিনোদন রিপোর্টার

আমরা একসাথে একটি সুন্দর অধ্যায়ে প্রবেশ করছি: রাফসান

সংগীতশিল্পী জেফার রহমান ও সঞ্চালক রাফসান সাবাবের প্রেম নিয়ে জলঘোলা কম হয়নি। এ জুটির প্রেমের গুঞ্জন নিয়ে আলোচনায় মুখর ছিল শোবিজ অঙ্গন ও সোশ্যাল মিডিয়া। এবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ, ১৪ জানুয়ারি, বিবাহ বন্ধনে আবদ্ধ হন এ জুটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাফসান বিবাহের ছবি এবং স্ট্যাটাস শেয়ার করে আনন্দের এ সংবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

সেখানে তিনি লিখেছেন, ‘আমাদের যাত্রা শুরু করতে চলেছি, আমাদের বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা। আজ আমরা আমাদের জীবন একত্রিত করছি এবং একসাথে একটি সুন্দর অধ্যায়ে প্রবেশ করছি।’

এই স্ট্যাটাসে তিনি নতুন জীবনের সূচনায় পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় তারা কতোটা আবদ্ধ সেই বার্তা দিয়েছেন। স্ট্যাটাসে দুই শিল্পীর জন্য শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন তাদের কাছের মানুষেরা।

আজ সকালেই জেফার ও রাফসানের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন ছিলো।

দীর্ঘ দিন ধরেই শোবিজ অঙ্গনে জেফার ও রাফসানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছিল। কেউ বলতেন তারা শুধু বন্ধু, আবার অনেকে যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানে বা বিদেশ ভ্রমণে তাদের ঘনিষ্ঠ দৃশ্য দেখে বিভিন্ন মতামত তোলে। তবে আজ এই গুঞ্জনগুলো বন্ধন পেয়ে সত্যি বন্ধনে পরিণত হলো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...