আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শাকিব খানের রহস্যময় বার্তা

বিনোদন রিপোর্টার

শাকিব খানের রহস্যময় বার্তা

ঈদুল আজহায় মুক্তি পাওয়া তাণ্ডব ঝড় এখনো থামেনি। বড় পর্দায় তাণ্ডব চালিয়ে এখন চলছে ওটিটিতে। এই সুযোগে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান প্রায় একমাস হলো যুক্তরাষ্ট্রে আছেন। কিছুটা অবসর নিতেই তার এই সফর। শাকিবের এই সফরে তার সঙ্গে রয়েছে ছোট ছেলে শেহজাদ খান বীর ও প্রাক্তন স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলী।

নিজের অবসরের মধ্যে বীরকে নিয়ে মার্কিন মুলুকের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন শাকিব।

বিজ্ঞাপন

তবে শাকিব যে শুধু ঘোরাঘুরি করছেন না, সেটা বোঝা গেল বৃহস্পতিবার রাতে তার ইনস্টাগ্রাম ও ফেসবুকের স্টোরি দেখে। তিনি তার অনুসারীদের জন্য একটি বার্তাও দিয়েছেন। সেই বার্তায় শাকিব খান লেখেন, দিনগুলো পেরিয়ে যাচ্ছে কাজ, ভ্রমণ আর বড়পর্দা নিয়ে নতুন স্বপ্নে ঘেরা এক ঘূর্ণিপাকে। এর বিহাইন্ড দ্য সিনে চলছে নিরবচ্ছিন্ন ছুটে চলা, নতুন সিনেমার পরিকল্পনা থেকে শুরু করে আবারও সাহসী নতুন উদ্যোগ নেওয়া।

ঈদুল আজহায় ‘তাণ্ডব’ মুক্তির পর নিজের মতো করে দিন কাটাচ্ছেন শাকিব খান। এদিকে তার অনুসারীরা নতুন সিনেমার আপডেট জানাতে ব্যাকুল! তাদের উদ্দেশ্যে শাকিব লেখেন, বিশ্বাস করুন এটা শুধুই নীরবতা নয়, এটা অনেকটা আসন্ন ঝড়ের পূর্বে সুনসান নীরবতার মতো অবস্থা। তাই নতুন কিছু নিয়ে শিগগিরই ফিরে আসছি, যা হবে আগের চেয়ে আরো সাহসী, স্মরণীয় এবং আইকনিক। সবার জন্য ভালোবাসা রইল।

চলতি মাসের শেষে শাকিবের দেশে ফেরার কথা রয়েছে। সেপ্টেম্বর থেকে বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ পরিচালিত সিনেমার শুটিং করার কথা রয়েছে তার, যেটি মুক্তির সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে। এরপর শাকিব শুরু করবেন আবু হায়াত মাহমুদ পরিচালিত আরো একটি সিনেমা, এটি মুক্তি পাবে আসন্ন ঈদুল ফিতরে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন