
বিনোদন রিপোর্টার

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কনা, বাংলাদেশের আধুনিক সংগীতাঙ্গনের অন্যতম আলোচিত ও জনপ্রিয় শিল্পী। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য হিট গান। বিশেষত সিনেমার গান দিয়ে বারবার শ্রোতাদের মন জয় করেছেন তিনি।
‘দুষ্টু কোকিল’ গানটি কনার কণ্ঠে সুপারহিট হওয়ার পর থেকেই তার স্টেজ শোর ব্যস্ততা বেড়ে যায় বহুগুণে। দেশ-বিদেশে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন তিনি। সম্প্রতি ‘কন্যা’ সিনেমার গানের জন্য বিসিআরএ আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি।
এ স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে কনা নিজের ফেসবুক ওয়ালে পুরস্কার হাতে তোলা ছবি শেয়ার করেছেন। ‘কন্যা’ গানের সাফল্য তাকে দিয়েছে নতুন প্রেরণা। তারই ধারাবাহিকতায় কনা নিয়ে এসেছেন নতুন গান ভিতর ও বাহিরে। সম্প্রতি কনার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির কথা লিখেছেন আবদার রহমান।
কনা বলেন, ‘বিসিআরএ ও দুলাল খান ভাইকে ধন্যবাদ আমাকে কন্যা গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে নির্বাচন করায়। গানটি সবার ভালোবাসা পেয়েছে। নতুন গান ভিতর ও বাহিরে নিয়েও আমার অনেক আশা। গানের কথা, সুর আর সংগীত এক কথায় সবার মন ছুঁয়ে যাবে।’
ফুয়াদের ফিচারিংয়ে কনার এটি নতুন কাজ হলেও এর আগেও এ জুটির বেশকিছু জনপ্রিয় গান প্রকাশ পেয়েছে। এমনকি কনার দ্বিতীয় অ্যালবামও ফুয়াদের সঙ্গেই প্রকাশ হয়েছিল। জিঙ্গেল ও সিনেমার গানেও এ জুটি কাজ করেছেন। নতুন গান প্রকাশের পাশাপাশি কনা স্টেজ শো নিয়েও ভীষণ ব্যস্ত। তিনি আজ এবং ২৩ ও ২৬ নভেম্বর ঢাকায় একাধিক কনসার্টে সংগীত পরিবেশন করবেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা দিলশাদ নাহার কনা, বাংলাদেশের আধুনিক সংগীতাঙ্গনের অন্যতম আলোচিত ও জনপ্রিয় শিল্পী। দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য হিট গান। বিশেষত সিনেমার গান দিয়ে বারবার শ্রোতাদের মন জয় করেছেন তিনি।
‘দুষ্টু কোকিল’ গানটি কনার কণ্ঠে সুপারহিট হওয়ার পর থেকেই তার স্টেজ শোর ব্যস্ততা বেড়ে যায় বহুগুণে। দেশ-বিদেশে নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন তিনি। সম্প্রতি ‘কন্যা’ সিনেমার গানের জন্য বিসিআরএ আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি।
এ স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে কনা নিজের ফেসবুক ওয়ালে পুরস্কার হাতে তোলা ছবি শেয়ার করেছেন। ‘কন্যা’ গানের সাফল্য তাকে দিয়েছে নতুন প্রেরণা। তারই ধারাবাহিকতায় কনা নিয়ে এসেছেন নতুন গান ভিতর ও বাহিরে। সম্প্রতি কনার ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি। সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির কথা লিখেছেন আবদার রহমান।
কনা বলেন, ‘বিসিআরএ ও দুলাল খান ভাইকে ধন্যবাদ আমাকে কন্যা গানের জন্য শ্রেষ্ঠ গায়িকা হিসেবে নির্বাচন করায়। গানটি সবার ভালোবাসা পেয়েছে। নতুন গান ভিতর ও বাহিরে নিয়েও আমার অনেক আশা। গানের কথা, সুর আর সংগীত এক কথায় সবার মন ছুঁয়ে যাবে।’
ফুয়াদের ফিচারিংয়ে কনার এটি নতুন কাজ হলেও এর আগেও এ জুটির বেশকিছু জনপ্রিয় গান প্রকাশ পেয়েছে। এমনকি কনার দ্বিতীয় অ্যালবামও ফুয়াদের সঙ্গেই প্রকাশ হয়েছিল। জিঙ্গেল ও সিনেমার গানেও এ জুটি কাজ করেছেন। নতুন গান প্রকাশের পাশাপাশি কনা স্টেজ শো নিয়েও ভীষণ ব্যস্ত। তিনি আজ এবং ২৩ ও ২৬ নভেম্বর ঢাকায় একাধিক কনসার্টে সংগীত পরিবেশন করবেন।

দৃক পিকচার লাইব্রেরি আয়োজনে ঢাকার পান্থপথে দৃকপাঠ ভবনে চলছে মোহাম্মদ জাকির হোসেন-এর সপ্তাহব্যাপী প্রদর্শনী ‘গায়েন অরণ্য’।
১৪ মিনিট আগে
‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’, ‘আমাদের নুরুল হুদা’, ‘ফুল এইচডি’সহ অসংখ্য জনপ্রিয় ধারাবাহিকের নির্মাতা অরন্য আনোয়ার।
১ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, ‘নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীরা পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে খ্যাতি অর্জন করবে।’
২ ঘণ্টা আগে
পথচলার চার দশক পেরিয়ে নতুন দশকে যাত্রা শুরু করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। নব্বই দশকের শুরুতে বাংলায় হেভি মেটাল ঘরানার গান করে শ্রোতাদের রীতিমতো চমকে দিয়েছে ব্যান্ডটি। ’৯১ সালে প্রথম অ্যালবাম ‘ওয়ারফেজ’ দিয়ে নিজেদের পরিচয় জানান দেয় তারা।
২ ঘণ্টা আগে