সুর আর ঐতিহ্যে পালিত ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ১৭: ৫৩

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় পুরান ঢাকার লালবাগ কেল্লা চত্বরে উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি পুরুষ ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়।

বুধবার রাতে উক্ত অনুষ্ঠানে ওস্তাদ আলাউদ্দিন খাঁ'র প্রপৌত্র সিরাজ আলী খান সরদে অসাধারণ শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস-এর একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

স্মরণীয় এই সন্ধ্যা ৭:২৫ মিনিটে ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর খেয়াল (রাগ-ভীমপলশ্রী) পরিবেশন করেন পণ্ডিত অসিত দে। পরবর্তীতে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের নবীন প্রজন্মের শিল্পীবৃন্দ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র প্রৌপোত্র সিরাজ আলী খান। রাত ৮:৪৫ মিনিটে রাগ কিরওয়ানি পরিবেশন করেন বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সংগীত পরিচালনায় ছিলেন মৈত্রী সরকার।

শিক্ষার্থীদের মধ্যে ছিলেন অভিজিৎ কুন্ডু (কণ্ঠ-ধ্রুপদ), প্রশান্ত ভৌমিক (তবলা), ফাহমিদা নাজনীন (তবলা), শুক্লা হালদার (এস্রাজ), নিলয় হালদার (সারেঙ্গি), ইসরা ফুলঝুরি খান (সরোদ), ইলহাম ফুলঝুরি খান (সরোদ), সোহিনী মজুমদার (সেতার), মোহাম্মাদ কাওছার (সেতার)।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান, ইতালি, চায়না, পাকিস্তান, ভারত, ফিলিপাইন, বতসোয়ানা ও ইউনেস্কাসহ বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিবৃন্দ। আরো উপস্থিত ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব (সিনিয়র সচিব পদমর্যাদা) মোহাম্মদ শফিকুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন), বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাগণ, বিভিন্ন রাজনৈতিক-ধর্মীয়-সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ।

আফসানা খান (সেতার) ও রুখসানা খান (সরোদ) যুগলবন্দী পরিবেশনা উপস্থাপন করেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ’কে নিয়ে কথোপকথনে অংশগ্রহণ করেন নাসির আলী মামুন। এরপর সিরাজ আলী খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সবশেষে সরোদ শাস্ত্রীয় সংগীতের অসাধারণ নৈপুন্যে দর্শককে বিমোহিত করেন সিরাজ আলী খান, সহযোগী শিল্পী হিসেবে ছিলেন কল্লোল ঘোষ ও আর্চিক ব্যানার্জী (তবলা)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আফজাল হোসেন এবং মারিয়া ফারিহ্ উপমা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত