আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এক যুগেরও বেশি সময় পর ফিকশনে নিধি

বিনোদন রিপোর্টার
এক যুগেরও বেশি সময় পর ফিকশনে নিধি

কনটেন্ট প্রেমীদের জন্য প্রথমবারের মতো চরকি নিয়ে এলো ফ্ল্যাশ ফিকশন ‘খুব কাছেই কেউ’।রাবা খানের গল্প, সংলাপ ও চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন আরাফাত মোহসীন নিধি।এতে অভিনয় করেছেন এফ এস নাঈম, সুনেরাহ বিনতে কামাল।

ফ্ল্যাশ ফিকশন নিয়ে রেদওয়ান রনি বলেন, ’ব্যাপ্তির দিক থেকেও ফ্ল্যাশ ফিকশন ছোট কিন্তু দর্শকদের মনে এর রেশ রয়ে যাবে বা বড় হয়ে ধরা দেবে বলেই আমার বিশ্বাস। এটি স্পষ্ট করা দরকার যে, ফ্ল্যাশ ফিকশন চরকির অরিজিনাল কনটেন্ট না।’

বিজ্ঞাপন

আজ রাত ১২টা ১ মিনিটে (১১ সেপ্টেম্বর) কনটেন্টটি প্রকাশ পাবে চরকিতে। ৯ সেপ্টেম্বর রাতে প্রকাশ পেয়েছে এর ট্রেইলার। এর ক্যাপশনে লেখা হয়েছে, ’কালকে উনাদের বিয়ে! আপনারা সবাই আমন্ত্রিত’।

গল্পের ধারণা দিতে গিয়ে রাবা খান জানান, গল্পটি তরুণ–তরুণীর, যারা অ্যারেঞ্জ ম্যারেজের দিকে আগাচ্ছে। বিয়ের আগের ও বিয়ের দিনের কিছু ঘটনা দিয়ে সাজানো হয়েছে কাহিনি। একসময় তারা বুঝতে পারে কখনো কখনো সত্যিকারের সম্পর্ক খুঁজে পাওয়া যায়, তা যেভাবেই গড়ে উঠুক না কেন।

‘খুব কাছেরই কেউ’ এর মাধ্যমে পরিচালনায় ফিরেছেন সময়ের আলোচিত সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি। নিধি জানান, ‘খুব কাছেরই কেউ’ তার দ্বিতীয় ফিকশন, ২০১২ সালে তিনি নির্মাণ করেছিলেন প্রথমটি। এরপর বিজ্ঞাপন নির্মাণ করেছেন। তবে সংগীতেই দিয়েছেন সবচেয়ে বেশি সময়। এখন থেকে কাহিনিচিত্র নির্মাণেও সময় দিতে চান তিনি।

নিধি বলেন, ’রোমান্টিক ঘরানার কাজ দিয়েই শুরু করলাম। ‘খুব কাছেরই কেউ’ দুজন অপরিচিত মানুষের পরিচিত হওয়ার গল্প। খুব আনন্দ নিয়ে ফিকশনটি সবাই মিলে উপভোগ করতে পারবেন।’

‘খুব কাছেরই কেউ’–তে সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন জেরিন চরিত্রে। তিনি জানান তার চরিত্রটি একজন চঞ্চল, স্পষ্টবাদী এবং স্বাধীনচেতা মানুষের। অনেকটা ব্যক্তি সুনেরাহ–এর মতোই। অভিনেত্রী বলেন, ‘গল্পটি আমার খুব কাছের। এর গল্পকার ও নির্মাতা আমার দীর্ঘ দিনের বন্ধু। তবে কাজটা কিন্তু বন্ধুত্বের খাতিরে করিনি। ভালো লেগেছে জন্যই কাজটি করেছি।’

রোমান্স ড্রামা ঘরানার কনটেন্টটিতে অভিনয় করেছেন পায়েল, মাহেরা ইনায়া কামাল, ফাহাদ রিয়াজ খান, আলিফ খান, আসিকুজ্জামান অনিক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন