আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিনেপ্লেক্সে একই দিনে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা

বিনোদন ডেস্ক
সিনেপ্লেক্সে একই দিনে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা

বাংলাদেশের দর্শকদের জন্য একই দিনে মুক্তি পাচ্ছে হলিউডের দুটি আলোচিত সিনেমা- ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ ও ‘২৮ ইয়ার্স লেটার’। শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসহ দেশের মাল্টিপ্লেক্সগুলোতে দেখা যাবে এই ছবিগুলো।

জনপ্রিয় ‘জুরাসিক পার্ক’ ফ্র্যাঞ্চাইজির সপ্তম কিস্তি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ ‘। ২০২২ সালের ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’-এর পরবর্তী গল্প হলেও ছবিটি একটি স্বতন্ত্র সিক্যুয়েল। পরিচালনায় গ্যারেথ এডওয়ার্ডস। মূল চরিত্রে আছেন স্কারলেট জোহানসন, যিনি একজন বিশেষজ্ঞ হিসেবে ডাইনোসরের ডিএনএ সংগ্রহে বিপজ্জনক মিশনে যান। সঙ্গে রয়েছেন মাহেরশালা আলী ও জোনাথন বেইলি।

বিজ্ঞাপন

১৮০ মিলিয়ন ডলার বাজেটের এ ছবিতে রহস্য, বিজ্ঞান ও অ্যাকশনের মিশেলে গড়ে উঠেছে এক রোমাঞ্চকর অভিযান।

অন্যদিকে, ড্যানি বয়েল পরিচালিত জম্বি-থ্রিলার ‘২৮ ডেজ লেটার’ সিরিজের তৃতীয় ছবি ‘২৮ ইয়ার্স লেটার’। ২০ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিনেই ১৪ মিলিয়ন ডলার আয় করেছে।

অভিনয়ে অ্যালফি উইলিয়ামস, জোডি কোমার, অ্যারন টেলর জনসন ও রাফ ফাইনস। পুরো ছবির শুটিং করা হয়েছে আইফোনে, যা এর ভিজ্যুয়াল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন