ইসরাইলকে সমর্থন করে বিপাকে অভিনেত্রী গাল গ্যাদত

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪২
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪৮

চলমান গাজা আগ্রাসনে ক্ষোভে ফুঁসছেন সারা বিশ্বের মানুষ। ধর্ম, বর্ণ কিংবা সীমান্তের পরিচয় উপেক্ষা করে ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়েছেন দেশ বিদেশের শোবিজের অনেক তারকা।

অন্যদিকে ইসরাইলকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন ‌‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত অভিনেত্রী গাল গ্যাদত। আর তাতেই বিপাকে পরেছেন এই অভিনেত্রী। তাকে ‘ভেনিস চলচ্চিত্র উৎসব ২০২৫’ থেকে বয়কট করার ডাক এসেছে। অনেক প্রযোজক, তারকা বিবৃতি দিয়ে জানিয়েছেন, গাল গ্যাদত যেন উৎসবে অংশ নিতে না পারেন। প্রতিবাদ ও বিক্ষোভের মুখে বাধ্য হয়ে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পারছেন না এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

গাল গ্যাদত তার নতুন সিনেমা ‘ইন দ্য হ্যান্ড অব দান্তে’-এর প্রিমিয়ারে অংশ নিতে ভেনিসে আসার কথা ছিল। তবে ইসরাইলি হামলার সমর্থনে তার আগের মন্তব্য এবং অবস্থান ঘিরে ইতোমধ্যে ইউরোপজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তার সহশিল্পী জেরার্ড বাটলারও একই কারণে সমালোচিত হচ্ছেন।

বিক্ষোভের আশঙ্কায় উৎসব আয়োজকরা উদ্বেগ প্রকাশ করেন। তারা মনে করছেন, গাল গ্যাদতের উপস্থিতি বিক্ষোভকারীদের জন্য ‘প্রতীকী প্রতিবাদের কেন্দ্রবিন্দু’ হয়ে উঠতে পারে। শনিবার রেড কার্পেটে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে। এর আগে বুধবারও হাজারও মানুষ বিক্ষোভ প্রদর্শন করে উৎসবের চারপাশে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত