বিনোদন রিপোর্টার
দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
শোবিজ অঙ্গনে দীর্ঘ সময়ের এ পথচলায় কেবল সিনেমায় নাম লেখানো বাকি ছিল এ অভিনেত্রীর। সে অপূর্ণতাটুকুও পূর্ণ হয়ে গেছে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমায় অভিনয় করেন সাবিলা নূর। প্রথম সিনেমায়ই আলোচনায় আসেন তিনি। আলোচিত ‘লিচুর বাগানে’ গানটিতে তার পারফরম্যান্স দেশজুড়ে তুমুল আলোচনা সৃষ্টি করে। গানটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি নানা স্টেজ শোতেও জায়গা করে নেয়। দর্শক ও সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পান সাবিলা। তবে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় আলোচনায় আসার পর নতুন কোনো কাজের খবরে নেই সাবিলা নূর। দীর্ঘদিন ধরে নাটকেও অনিয়মিত তিনি।
নতুন কাজের খবর নিয়ে সাবিলা নূর বলেন, ‘নভেম্বরের মাঝামাঝি সময় বড় একটা খবর দেব। আপাতত এ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন—ধামাকা আসছে।’
তবে সিনেমা নাকি ওটিটি কনটেন্ট নিয়ে আসছেন, তা স্পষ্ট করেননি তিনি। শুধু ভক্তদের অপেক্ষা করতে বললেন এবং জানালেন ‘নিরাশ করব না।’ অভিনয়ের পাশাপাশি নাচ নিয়েও ব্যস্ত সময় কাটছে সাবিলার। নাচের পাশাপাশি লেখালেখিতেও তিনি নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন।
শেষ একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার ছোটগল্পের বই ভালোবাসা, অতঃপর এর আগে তিনি লিখেছেন তিনটি নাটকের গল্প—হৃদিকা, পারাপার ও মুখোমুখি অন্ধকার। ছোট পর্দা, ওটিটি ও বড় পর্দাÑসব মাধ্যমেই নিজের অবস্থান প্রমাণ করে চলেছেন সাবিলা নূর। এখন দর্শক-ভক্তদের আগ্রহ একটাইÑনভেম্বরের সেই ‘ধামাকা’ ঘোষণায় আসলে কী চমক নিয়ে আসছেন এ বহুমুখী প্রতিভাবান অভিনেত্রী।
দর্শকপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। প্রায় এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারে অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করেছেন ওটিটি মাধ্যমেও।
শোবিজ অঙ্গনে দীর্ঘ সময়ের এ পথচলায় কেবল সিনেমায় নাম লেখানো বাকি ছিল এ অভিনেত্রীর। সে অপূর্ণতাটুকুও পূর্ণ হয়ে গেছে ‘তাণ্ডব’ সিনেমার মাধ্যমে। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে তাণ্ডব সিনেমায় অভিনয় করেন সাবিলা নূর। প্রথম সিনেমায়ই আলোচনায় আসেন তিনি। আলোচিত ‘লিচুর বাগানে’ গানটিতে তার পারফরম্যান্স দেশজুড়ে তুমুল আলোচনা সৃষ্টি করে। গানটি বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পাশাপাশি নানা স্টেজ শোতেও জায়গা করে নেয়। দর্শক ও সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পান সাবিলা। তবে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বড় পর্দায় আলোচনায় আসার পর নতুন কোনো কাজের খবরে নেই সাবিলা নূর। দীর্ঘদিন ধরে নাটকেও অনিয়মিত তিনি।
নতুন কাজের খবর নিয়ে সাবিলা নূর বলেন, ‘নভেম্বরের মাঝামাঝি সময় বড় একটা খবর দেব। আপাতত এ নিয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না। নভেম্বর পর্যন্ত অপেক্ষা করুন—ধামাকা আসছে।’
তবে সিনেমা নাকি ওটিটি কনটেন্ট নিয়ে আসছেন, তা স্পষ্ট করেননি তিনি। শুধু ভক্তদের অপেক্ষা করতে বললেন এবং জানালেন ‘নিরাশ করব না।’ অভিনয়ের পাশাপাশি নাচ নিয়েও ব্যস্ত সময় কাটছে সাবিলার। নাচের পাশাপাশি লেখালেখিতেও তিনি নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন।
শেষ একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার ছোটগল্পের বই ভালোবাসা, অতঃপর এর আগে তিনি লিখেছেন তিনটি নাটকের গল্প—হৃদিকা, পারাপার ও মুখোমুখি অন্ধকার। ছোট পর্দা, ওটিটি ও বড় পর্দাÑসব মাধ্যমেই নিজের অবস্থান প্রমাণ করে চলেছেন সাবিলা নূর। এখন দর্শক-ভক্তদের আগ্রহ একটাইÑনভেম্বরের সেই ‘ধামাকা’ ঘোষণায় আসলে কী চমক নিয়ে আসছেন এ বহুমুখী প্রতিভাবান অভিনেত্রী।
জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সবশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন-স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে।
৩৯ মিনিট আগেবাংলা ব্যান্ড সংগীতের জনপ্রিয় শিল্পী নগরবাউল জেমসের জীবনে আবারও সুখবর। ৬১ বছর বয়সে ফের বাবা হয়েছেন তিনি। ২০২৫ সালের ৮ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে তাঁর পুত্রসন্তানের জন্ম হয়।
১ ঘণ্টা আগেআলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে চলছে শিল্পী সদরুল রাফি-এর একক চিত্রপ্রদর্শনী ‘ইন সার্চ অব পিস’। গত ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে এই প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত আলিয়াঁস ফ্রঁসেজ দ্য ঢাকার ধানমন্ডির গ্যালারি জুম-এ।
৩ ঘণ্টা আগেনতুন নির্মাণ নিয়ে ফিরছেন গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম । এবারের কাজটি রোমান্টিক কমেডি ধাঁচের, নাম ‘পারফেক্ট ওয়াইফ’ । এটি মুক্তি পাবে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ।
৯ ঘণ্টা আগে