সিজেএফবি অ্যাওয়ার্ড পেলেন যারা

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৯: ২২

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সংস্কৃতি সাংবাদিকদের সংগঠন কালচারাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) অ্যাওয়ার্ড। আসরে চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্যসহ সংস্কৃতির বিভিন্ন শাখায় জুরিবোর্ডের রায়ে সেরাদেরকে অ্যাওয়ার্ড প্রদান করে সংগঠনটি। শুক্রবার রাতে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

সংগঠনের সভাপতি এনাম সরকারের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন গ্লোব সফট ড্রিংকস লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশীদ, একুশে টেলিভিশনের চেয়ারম্যান অ্যান্ড সিইও আব্দুস সালাম। শুভেচ্ছা জ্ঞাপন করেন সংগঠনের উপদেষ্টা তামিম হাসান।

বিজ্ঞাপন

মনোজ্ঞ এই আয়োজনের শুরুতেই জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীনকে প্রদান করা হয় স্পেশাল অ্যাওয়ার্ড। আয়োজনের ধারাবাহিকতায় রাতের এই আলো ঝলমলে আসরে চলচ্চিত্র, নাটক, সংগীত ও নৃত্যসহ সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের শিল্পীদেরকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন শাকিব খান, শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হয়েছেন মাসুমা রহমান নাবিলা ও বেস্ট ক্রিটিক অ্যাওয়ার্ড ক্রিটিকস ফিমেইল অ্যাওয়ার্ড পেয়েছেন জয়া আহসান।

সংগীত বিভাগে সম্মাননা পান সোমনুর মনির কোনাল (সেরা গায়িকা), ইমরান মাহমুদুল (সেরা গায়ক), প্রিন্স মাহমুদ (সেরা সংগীত পরিচালক), আসিফ ইকবাল (সেরা গীতিকার) ও জনি হক (সেরা সমালোচক)।

টেলিভিশন বিভাগে তানজিন তিশা (সেরা অভিনেত্রী), জিয়াউল হক পলাশ (সেরা অভিনেতা), ইমরাউল রাফাত (সেরা পরিচালক), আহমেদ তাওকীর ও অপূর্ণ রুবেল (সেরা নাট্যকার) সহ আরও অনেকে পুরস্কৃত হন।

ওটিটি বিভাগে সেরা হয়েছেন পরীমণি, তাসনিয়া ফারিন, সাবিলা নূর, এফএস নাঈম, আবদুন নূর সজল ও কাজল আরেফিন অমি।

এ ছাড়াও বিশেষ জুরি সম্মাননা পান ধ্রুব গুহ, শাকিল খান, শওকাত, স্বপন চৌধুরী, রাইসুল তমাল, শিহাব আহমেদ সিরাজী, তন্নি মাহমুদ তৃনা প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত সিজেএফবি ২০০০ সাল থেকে নিয়মিতভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। এর মাধ্যমে সংস্কৃতির প্রতিটি শাখার শিল্পীদের অবদানকে সম্মান জানানো হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত