আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুর্নীতি আর ক্ষমতার শ্বাসরুদ্ধকর খেলা ‘দাবাঘর’

বিনোদন রিপোর্টার
দুর্নীতি আর ক্ষমতার শ্বাসরুদ্ধকর খেলা ‘দাবাঘর’

ওটিটি প্লাটফর্ম বঙ্গ নিয়ে এলো নতুন রাজনৈতিক থ্রিলার ‘দাবাঘর’, যার গল্প দর্শকদের মনে একটাই প্রশ্ন জাগিয়ে তুলবে: সত্য উদ্ঘাটনের জন্য একজন সাধারণ মানুষ কতটা ঝুঁকি নিতে পারে?

গল্পের কেন্দ্রে রয়েছে এক প্রভাবশালী ব্যবসায়ীর কন্যা রামিসা রহমান। তার হাতে আসে একটি পেনড্রাইভ, যাতে লুকিয়ে আছে দেশের একটি শক্তিশালী সিন্ডিকেটের হাজার হাজার কোটি টাকা পাচারের চাঞ্চল্যকর প্রমাণ। পেনড্রাইভটি হাতে পাওয়ার পর থেকেই রামিসার জীবন পরিণত হয় এক শ্বাসরুদ্ধকর দাবা খেলায়, যেখানে প্রতি চালে রয়েছে বিশ্বাসঘাতকতা আর মৃত্যুর হাতছানি। একদিকে সত্য প্রকাশের লড়াই, অন্যদিকে ক্ষমতার শীর্ষে থাকা দুর্নীতির এক নির্মম জগৎ।

বিজ্ঞাপন

ওয়েবফিল্মটির পরিচালক সৈয়দ সাহিল বলেন, ‘অনেক বছর ধরেই বিপুল পরিমাণ দুর্নীতির টাকা ইউরোপ ও আমেরিকায় পাচার হচ্ছে। এমনকি আমাকে ব্যক্তিগতভাবে মানি লন্ডারিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই এই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছি।’

সাবরিনা ইসলাম নাদিয়া এর প্রযোজনায় ওয়েবফিল্মটিতে অভিনয় করেন, বাংলাদেশের নাটক ও সিনেমাজগতের স্বনামধন্য খ্যাতিমান অভিনেতা স্বাধীন খসরু, আহাসান উদ্দিন, ইমতিয়াজ রনি, নিগার সুলতানা মিমি, আরিফ খান, সজিব মোত্তাকিন, মাসুদ আল আজাদ সহ আরও ফরাসী অভিনয় শিল্পিরা।

দুর্নীতি আর ক্ষমতার এই শ্বাসরুদ্ধকর খেলা ‘দাবাঘর’ দেখুন এখনই, শুধুমাত্র বঙ্গতে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন