৫ বন্ধুর রাতের অ্যাডভেঞ্চার নিয়ে ‘ফাইভ গো ওয়াইল্ড’

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৭: ১১

ওটিটি প্লাটফর্ম বঙ্গতে আজ মুক্তি পাচ্ছে নতুন অরিজিনাল নাটক ‘ফাইভ গো ওয়াইল্ড’। ‘ফাইভ গো ওয়াইল্ড’ একটিই প্রশ্ন সামনে নিয়ে আসে: এক রাতের পার্টি কতটা বড় বিপদ ডেকে আনতে পারে?

বন্ধুর ব্যাচেলর পার্টি শেষে পরদিন সকালে তাদের ঘুম ভাঙে এক ভাঙাচোরা, লন্ডভন্ড রিসোর্ট রুমে। চারপাশের এই অবস্থা দেখে তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার জোগাড়! সেই মুহূর্ত থেকেই তাদের একটাই মিশন—পার্টির রাতের বিশৃঙ্খল ঘটনাগুলোকে জোড়া লাগিয়ে রহস্যের সমাধান করা। কিন্তু তারা যতই রহস্যের গভীরে যাচ্ছে, রহস্য ততই ঘনীভূত হচ্ছে।

বিজ্ঞাপন

রাহাত কবিরের পরিচালনায় এবং পার্থ শেখ, প্রান্তর দস্তিদার, সাকিব সিদ্দিকী, শাওন মজুমদার এবং আনভি রনির মতো প্রতিভাবান শিল্পীদের অভিনয়ে ‘ফাইভ গো ওয়াইল্ড’ হলো কমেডি এবং সাসপেন্সের এক টানটান মিশ্রণ। তারা কি পারবে নিজেদের তৈরি করা এই রহস্যের জট সময় থাকতে খুলতে?

দেখুন কী ঘটেছিল সেই রাতে। ‘ফাইভ গো ওয়াইল্ড’ আসছে এই শনিবার, ২রা আগস্ট শুধু বঙ্গতে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত