ফেরদৌস আরার জন্মদিনের আয়োজন

বিনোদন ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ১৬: ২০

প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফেরদৌস আরার জন্মদিন আজ । এ উপলক্ষে আজ সকালে চ্যানেল আইয়ে তার শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন। এর পর দুপুরে তারকা কথন অনুষ্ঠানে উপস্থিত থেকে জন্মদিন উদযাপন করেন এই শিল্পী।

নজরুলসংগীত শিল্পী হিসেবে পরচিতি থাকলেও সব ধরনের গানই করেন ফেরদৌস আরা। তার বাবা এএইচএম আবদুল হাই এবং মা মোশাররেফা বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ফেরদৌস আরা বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী। নজরুলসংগীত শিল্পী হিসেবেই সুপরিচিত হলেও মিউজিক কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনা, নজরুল ইনস্টিটিউটে নজরুলসংগীতের প্রশিক্ষক, সংগীত অনুষ্ঠান উপস্থাপনা, লেখালেখি, সিনেমায় প্লে-ব্যাকসহ নানা প্রতিযোগিতায় বিচারকের কাজ করছেন।

বিজ্ঞাপন

নজরুল ও উচ্চাঙ্গসংগীত র্চচার জন্য তিনি ২০০০ সালে মোহাম্মদপুরে গড়ে তোলেন সংগীত প্রতিষ্ঠান সুরসপ্তক। সংগীতে অবদানের জন্য পেয়েছেন একুশে পদক।

এছাড়াও বেসরকারি উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে নিউহ্যাম ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যাওয়ার্ড, সানরাইজ রেডিও অ্যাওয়ার্ড, জয়নুল আবেদিন পদক, নজরুল পুরস্কারসহ নানা সম্মাননা। তার স্বামীর নাম ড. রফিকুল মুহাম্মেদ।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত