আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অবশেষে প্রেক্ষাগৃহে আসছে জয়ার ‘ফেরেশতে’

বিনোদন রিপোর্টার
অবশেষে প্রেক্ষাগৃহে আসছে জয়ার ‘ফেরেশতে’

ভক্তদের জন্য আবারও চমক নিয়ে হাজির অভিনেত্রী জয়া আহসান। শোনা যাচ্ছে, চলতি মাসেই দেশীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘ফেরেশতে’। সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের মানবিক গল্পকে ঘিরে এ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

লায়ন সিনেমাস তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে ‘ফেরেশতে’ শিগগিরই আসছে। একইসঙ্গে স্টার সিনেপ্লেক্সেও মুক্তির সম্ভাবনা রয়েছে। সবকিছু চূড়ান্ত হলে জানানো হবে মুক্তির নির্ধারিত তারিখ।

বিজ্ঞাপন

তিন বছর আগে ঢাকার বসুন্ধরার সোলমাইদ এলাকায় দৃশ্যধারণ করে নির্মাণকাজ শেষ করা হয়। কিন্তু এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।রবে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘ফেরেশতে’। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এটি জিতেছে জাতীয় পুরস্কার। এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী ছবি হিসেবেও জায়গা করে নিয়েছিল ‌সিনেমাটি।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমায় জয়া আহসানের পাশাপাশি আরো অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। এই সিনেমার সহ-প্রযোজক হিসেবেও রয়েছেন জয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন