আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শিল্পকলায় ২ দিনের পাপেট থিয়েটার ‘ইনভিজিবল স্টোরিজ’

বিনোদন ডেস্ক

শিল্পকলায় ২ দিনের পাপেট থিয়েটার ‘ইনভিজিবল স্টোরিজ’

আলিয়ঁস ফ্রঁসেজ দি ঢাকা আয়োজন করেছে একটি বডি পাপেট থিয়েটার পরিবেশনা ‘ইনভিজিবল স্টোরিজ’। চমকপ্রদ এই প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন খ্যাতিমান ফরাসি পাপেটিয়ার লহি ক্যানাক, যেখানে অভিনয় করবেন বাংলাদেশের মো. ফারহাদ আহমেদ এবং লহি ক্যানাক নিজে। পরিবেশনাটি অনুষ্ঠিত হবে শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে।

এই প্রযোজনাটি বাংলাদেশ-ফ্রান্স যৌথ উদ্যোগে নির্মিত, যা আন্তসাংস্কৃতিক গল্প বলার বৈচিত্র্য ও সৃজনশীলতা তুলে ধরে। ঢাকায় প্রদর্শনীর পর, মো. ফারহাদ আহমেদ ও স্বাতী ভদ্র ‘ইনভিজিবল স্টোরিজ’ নিয়ে মধ্য আগস্টে ফ্রান্স সফরে যাচ্ছেন।

বিজ্ঞাপন

‘ইনভিজিবল স্টোরিজ’-তে দেখা যাবে দুইজন বিজ্ঞানী ঢাকার প্রাত্যহিক জীবনে ভূতের প্রভাব নিয়ে গবেষণায় নিমগ্ন থাকেন। তাদের এই যাত্রা ধীরে ধীরে এক অতিপ্রাকৃত অভিযানে রূপ নেয়, যা তাদের নিয়ে যায় সুন্দরবনের রহস্যময় গহীনে। পারফরম্যান্সটি নানা ধর্ম ও লোককথা থেকে সংগৃহীত ভূতের গল্প ও অতিপ্রাকৃত বিষয়বস্তুকে নাচ, গান আর পাপেট্রির মাধ্যমে উপস্থাপন করেছে।

মো. ফরহাদ আহমেদ একজন বহুমুখী নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক, থিয়েটার শিল্পী এবং পাপেটিয়ার যিনি ২০১২ সাল থেকে প্রাচ্যনাট থিয়েটার এবং ২০১৪ সাল থেকে জলপুতুল পাপেটসের সাথে কাজ করছেন।

পরিচালক লহি ক্যানাক একজন বিশিষ্ট পাপেট শিল্পী, যিনি থিয়েটার : একোল দ্য পাসাজ-এ নিলস অ্যারেস্ট্রাপ ও আলেকজান্দ্রে দেল পেরুজিয়ার অধীনে ক্লাসিক্যাল থিয়েটার প্রশিক্ষণ লাভ করেন। পথনাটকের মাধ্যমে তিনি নিজের শিল্পনৈপুণ্য গড়ে তোলেন এবং ১৯৯৭ সালে কোম্পানি গ্রেন দ্য ভি প্রতিষ্ঠা করেন, যা কল্পনাপ্রবণ, শারীরিক এবং আবেগনির্ভর পাপেট থিয়েটারের জন্য পরিচিত।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...