জুলাই বিপ্লব ছিল সঠিক সময়ে, সঠিক কাজ: বাধন

বিনোদন রিপোর্টার
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৮: ৫১

ছাত্র আন্দোলন থেকে রুপ নেয়া জুলাই বিপ্লবে অফ্লাইন, অনলাইন দুই মাধ্যমেই সোচ্চার ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আবার সাম্প্রতিক সময়ে দেশের নারী নির্যাতন, ধর্ষণসহ নানা পরিস্থিতি নিয়ে তার কাছে মনে হয়েছিল বিপ্লব ভুল ছিল। তবে এবার জুলাই বিপ্লব নিয়ে মুখ খুললেন এই অভিনেত্রী।

বিজ্ঞাপন

আজ বুধবার সকাল ১০টা ৩৯ মিনিটে বাঁধন তার ফেসবুকে লিখেছেন, ‘যারা জুলাই বিপ্লবকে ভুল বলে, আমি সত্যিই তাদের জন্য দুঃখিত। সেই মুহূর্তে সেই বিদ্রোহ ছিল জেগে ওঠার সঠিক সময়। মানুষ যে পরিমাণ অবিচারের মুখোমুখি হচ্ছিল তা মানবিকভাবে ভেঙে পড়ার পর্যায়ে পৌঁছেছিল। আর একটা কথা, সরকার রাতারাতি ফ্যাসিবাদী হয়ে ওঠেনি - সময়ের সাথে সাথে তারা ফ্যাসিবাদী হয়ে ওঠে, ধীরে ধীরে মানুষের অধিকার এবং কণ্ঠস্বর কেড়ে নেয়। এখানে আর কোন উপায় ছিল না।‘

গত বছর ৫, আগস্ট সরকার পতন হয়। এই নিয়ে বাঁধন লিখেছেন, ‘৫ আগস্ট যারা সেদিন রাস্তায় ছিল না, তারা কখনই জনগণের বিশুদ্ধ আনন্দের ভাষা বুঝতে পারবে না। সেই মুহূর্তে সে কাপুরুষের মতো দেশ থেকে পালিয়ে গিয়েছিল। সেই আনন্দটি ছিল সত্যিকারের। আমি প্রতিটি হৃদস্পন্দনে তা অনুভব করেছি। রাস্তায় এই ধরনের স্বাধীনতা এবং শক্তি অনুভব করার অভিজ্ঞতা জীবনে একবারই হয়েছিল।’

জুলাই বিপ্লবের পরে কি হয়েছিল এই প্রসঙ্গে টেনে তিনি লিখেছেন, ‘হ্যাঁ, বিপ্লবের পরে অনেক কিছু ঘটেছিল, এবং সেগুলো সবই সুখকর ছিল না। তবে একটি বিষয় স্পষ্ট যে জুলাই বিপ্লব ছিল সঠিক সময়ে, সঠিক কাজ।’

ইসলামী আন্দোলনের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

শুক্র-শনিবারও চলবে বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম

প্রধান উপদেষ্টার আদেশে জুলাই সনদের আইনি রূপ দিতে হবে

নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা শুরুর দাবিতে অবস্থান কর্মসূচি

আইআরআই’র সঙ্গে নির্বাচনের প্রক্রিয়া ও ইসির নিরপেক্ষতা নিয়ে আলোচনা এনসিপির

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত