আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মৌসুমীর সঙ্গে বিয়ের গুঞ্জনে মামলার হুঁশিয়ারি দিলেন অভিনেতা

বিনোদন রিপোর্টার

মৌসুমীর সঙ্গে বিয়ের গুঞ্জনে মামলার হুঁশিয়ারি দিলেন অভিনেতা

স্বামী ওমর সানীকে ছেড়ে দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী। বলা চলে প্রায় আড়াই বছর ধরে আলাদা থাকছেন তারা। এর মধ্যে দেশে আসেননি মৌসুমি, আর ওমর সানী জানান, ভিসা জটিলতার কারণে তিনি যেতে পারছেন না যুক্তরাষ্ট্রে।

দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় প্রায়ই গুঞ্জন ওঠে বিচ্ছেদ হয়েছে এই জুটির। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মৌসুমীর সঙ্গে অভিনেতা হাসান জাহাঙ্গীরের বিয়ের খবর।

বিজ্ঞাপন

এমন গুজবে বিব্রত মৌসুমী ও হাসান জাহাঙ্গীর। গণমাধ্যমকে হাসান জাহাঙ্গীর জানিয়েছেন, মৌসুমী ও তাকে নিয়ে যারা গুজব ছড়াবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, আমি এখনো আইনি অ্যাকশনে যাইনি। তবে আমি আইনি অ্যাকশনে যাব। কারণ, মৌসুমী ও আমি নাকি বিয়ে করেছি। এটা যে কত বড় বিব্রতকর একটি সংবাদ। যেসব পত্রিকা ও ইউটিউব চ্যানেল আমাদের নিয়ে নিউজ করেছে, তারা এটা ভালো করেনি।

মৌসুমী সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, শুধু ভিউয়ের জন্য তারা চিন্তা করেছে, চিন্তা করেনি একজন মৌসুমীর অবস্থান কী? একদিনে কিন্তু একজন মৌসুমী তৈরি হননি। মৌসুমীর প্যারালাল কেউ নেই। মৌসুমীর বিকল্প মৌসুমী নিজেই, শাবানা ম্যাডামদের পরে ইন্ডাস্ট্রিতে এসেছেন একজনই, তিনি মৌসুমী। এটা আল্লাহ প্রদত্ত। এমন গুণী একজন মানুষ আমার সহশিল্পী।

গুজব রটনাকারীর বিরুদ্ধে মানহানি মামলা করবেন জানিয়ে অভিনেতা হাসান বলেন, দেখেন এআইয়ের মাধ্যমে ছবি তৈরি করে আমাদের স্বামী-স্ত্রী বানিয়ে সংবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে। আমার বন্ধু-বান্ধবেরা ফোন করে জানতে চাইছেন আমাদের সম্পর্ক কেমন যাচ্ছে। আমার আত্মীয় স্বজনেরা ফোন করে জানতে চাইছেন আমি মৌসুমীকে বিয়ে করেছি কি না। কী একটা অবস্থা। এসব ভিউ দিয়ে টাকা বানিয়ে আপনারা কী করবেন? আপনারা ভালো নিউজ করেন। উৎসাহ দেন।

সবশেষে গণমাধ্যমকে অভিনেতা বলেন, গুজব শুধু বাংলাদেশ নয়, অন্য দেশ থেকেও ছড়ানো হচ্ছে। আমি শিগগিরই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাব। এ ছাড়াও সাইবার সুরক্ষা আইনে ১০ কোটি টাকার মানহানি মামলা করব। যদি আজকের পর থেকে এমন কোনো নিউজ বা ভিডিও ছড়ানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...