
প্রতিনিধি, জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর (বৃহস্পতিবার, রোববার ও সোমবার) তারিখে।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র শহিদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত জকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
অপরদিকে, হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের অফিস কক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর আর কোনো মনোনয়নপত্র বিতরণ করা হবে না।
নির্বাচনের পূর্বপরিকল্পনা অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে। আজ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ১৭ ও ১৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ১৯ ও ২০ নভেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর, এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর।
নির্বাচনী প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। নির্বাচনের দিনেই ভোট গণনা শুরু হবে এবং ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আসন্ন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর (বৃহস্পতিবার, রোববার ও সোমবার) তারিখে।
বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র শহিদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত জকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
অপরদিকে, হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের অফিস কক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর আর কোনো মনোনয়নপত্র বিতরণ করা হবে না।
নির্বাচনের পূর্বপরিকল্পনা অনুযায়ী, ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে। আজ থেকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ১৭ ও ১৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ১৯ ও ২০ নভেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর, এবং ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে।
এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করার সময় ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাহারকৃত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর।
নির্বাচনী প্রচারণা চলবে ৯ থেকে ১৯ ডিসেম্বর, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। নির্বাচনের দিনেই ভোট গণনা শুরু হবে এবং ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

সামিনা জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে চিত্রকলায় স্নাতক সম্পন্ন করেন। প্রাচ্যের শৈল্পিক ঐতিহ্য, লোকজ মোটিফ, নারীর সাংস্কৃতিক অভিজ্ঞতা ও প্রকৃতির রূপ এসবই তার কাজের মূল অনুপ্রেরণা।
৩ ঘণ্টা আগে
ইসলামের দৃষ্টিতে ‘পুরুষ’ ও ‘নারী’ মানুষের দুটি স্বতন্ত্র রূপ। সৃষ্টিগতভাবে নারী-পুরুষের মাঝে কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। সে কারণে পুরুষ ও নারীর চলাফেরা, আচরণ, কাজ ও কর্মক্ষেত্রে কিছু সামান্য পার্থক্য রাখা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে উভয় শ্রেণির মানুষকে একই নির্দেশনা দেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
সন্ধ্যার আলো নিভে এলে শহরের ঘরগুলোর কেউ টিভির নাটকে হারিয়ে যান, কেউ আড্ডার চক্রে রাত কাটান। তবে শহরের এক নীরব ঘরে ফারজানা আফরিন তখন নিজের অবসরের ভাঁজে লুকিয়ে থাকা অলসতাকে দূরে সরিয়ে নতুন পথ খুঁজে নেন। উপস্থাপনার ব্যস্ততা ও গৃহিণী জীবনের দায়িত্ব সামলে তার ভেতরের আরেক মানুষ সবসময় জেগে থাকে।
৪ ঘণ্টা আগে
কোভিড-১৯ মহামারির স্থবির সময়ে যখন পৃথিবী থেমে গিয়েছিল, তখনো থেমে থাকেননি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী আয়েশা আক্তার ইভা। ঘরে বসে একঘেয়ে সময়কে সৃজনশীলতায় রূপ দিতে ২০২০ সালের ১৩ আগস্ট তিনি খুলেছিলেন ছোট্ট একটি অনলাইন পেজ ‘কর্ডিয়াল কেকস’।
৪ ঘণ্টা আগে