তনিমা রহমান
দেখতে দেখতে ঈদুল আজহা চলে এলো। ঈদের খুশির মাত্রায় প্রাণ আনে মেহেদি। মেহেদি ছাড়া ঈদ সম্পূর্ণ হয় না। মেহেদি ছাড়া ঈদ যেন অকল্পনীয়। বাড়ির ছোট সদস্য থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের সবাই অধীর আগ্রহে হাতে মেহেদি দিতে বসে থাকে।
মেহেদি নির্বাচন
সাধারণত প্রাকৃতিক বা অরগানিক মেহেদি ত্বকের জন্য ভালো। মেহেদি পাতার পাউডার থেকে তৈরি অরগানিক মেহেদিগুলোতে কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় না। হাতে তৈরি মেহেদি থেকে রঙ আসতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগলেও এর স্থায়িত্ব এক সপ্তাহ বা তার বেশি সময় পর্যন্ত থাকে। তবে আজকাল বাজারে এমনও অনেক মেহেদি পাওয়া যায়, যা হাতে লাগানোর মাত্র ৫/৭ বা ১০ মিনিটের মধ্যেই রঙ ফুটে ওঠে। তবে তাৎক্ষণিক রঙ হওয়া এমন মেহেদি এড়িয়ে চলাই উত্তম। সেনসিটিভ ত্বক বা ত্বকে অ্যালার্জিজনিত সমস্যা থাকলে অরগানিক মেহেদি লাগালেই ভালো হয়। অন্যথায়, হাতে চুলকানি বা অন্য সমস্যা দেখা দিতে পারে।
মেহেদি লাগানোর আগে জানা প্রয়োজন
মেহেদি লাগানোর আগে হাত ভালোভাবে ফেসওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর শুকনো একটি তোয়ালে বা টিস্যু দিয়ে হাত শুকিয়ে নিন। মনে রাখবেন, মেহেদি দেওয়ার আগে হাতে কোনো ক্রিম বা লোশন ব্যবহার করবেন না। যেহেতু এখন গরমের সময়, লোশন বা ক্রিমের ব্যবহারে হাত ঘেমে যেতে পারে।
মেহেদি লাগানোর আগের সময়টায় পানি, ড্রিংকস বা ভারী খাবার থেকে বিরত থাকুন। মেহেদি লাগানোর সময়ে অনেকটা সময় বসে থাকতে হয় এবং হাত টানটান করে রাখতে হয়। তাই পা বা কোমর ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ জন্য মেহেদি লাগানোর আগে আপনি একটু হাঁটাহাঁটি করে নিতে পারেন। হাত দুটোও এদিক-ওদিক করে নিতে পারেন। এতে করে অনেকটা সময় বসলেও আপনার আর একঘেয়েমি লাগবে না। সুন্দরভাবে মেহেদি দিতে আরো কিছু আরো কিছু টিপস নিম্নে দেওয়া হলো।
* হাতে মেহেদি লাগানোর সময় অবশ্যই টুথপিক, টিস্যু পেপার বা নরম সুতি কাপড় সঙ্গে রাখুন।
* প্যাকেটজাত মেহেদির মুখ কাটার সময় সাবধানতা অবলম্বন করে কাটবেন। প্যাকেটজাত মেহেদির মুখ মোটা করে কাটলে তা হাতে লাগানোর সময় বেশ অসুবিধা হয়। তাই টিউব মেহেদির মুখ সরু করে কাটার চেষ্টা করুন।
* মেহেদি লাগানোর সময় প্রায় আটকে যায়, সে ক্ষেত্রে একটা আলপিন বা সুঁই দিয়ে মুখটা বারবার পরিষ্কার করে দিতে হবে।
* তরল মেহেদি হলে বের হওয়া শুরু করে, তাহলে টিউবে চাপ দিয়ে কিছু মেহেদি বের করে দিয়ে আবার দিতে হবে। তা না হলে আকস্মিক অনেকখানি পড়ে গিয়ে নকশা নষ্ট করতে পারে।
* হাতে ওয়াক্স করা থাকলে এক বা দুদিন পর মেহেদি লাগান।
* হাতে মেহেদি দেওয়ার পর তা শুকিয়ে এলে মেহেদি ডিজাইনের ওপর চিনির সিরাপ লাগাতে পারেন। তুলোর বলে চিনির সিরাপ ভিজিয়ে আলতোভাবে মেহেদি ডিজাইনের ওপর তুলোর বলগুলো কিছু সময়ের জন্য চেপে ধরে রাখুন।
* মেহেদি সম্পূর্ণভাবে শুকিয়ে এলে তা উঠিয়ে নিন এবং কয়েক ঘণ্টা হাতে পানি না লাগানোর চেষ্টা করুন। এতে রঙ গাঢ় হবে এবং বেশ কয়েক দিন স্থায়ী হবে।
ইনস্ট্যান্ট মেহেদির ক্ষেত্রে যা জানা জরুরি: ইনস্ট্যান্ট মেহেদি তোলার সময় হাতে বেশি করে পানি ব্যবহার করবেন। এতে নানা রাসায়নিক উপাদান থাকার ফলে এটি ওঠানোর সময় খেয়াল রাখবেন, হাতে যেন এটি কোনোভাবেই লেগে না থাকে।
হাতে মেহেদি লাগানোর জন্য প্রথম ডিজাইন বা আলপনা নির্বাচন করুন। মেহেদির প্যাকেটের সঙ্গে ডিজাইন বইও দেওয়া থাকে। প্রথমে আপনার পছন্দমতো নকশা বাছাই করুন। নানা ধরনের মেহেদির মধ্যে লিজান অ্যাকটিভ গোল্ড মেহেদি, মমতাজ মেহেদি, রাঙাপরী অ্যাকটিভ গোল্ড মেহেদি, আলমাস মেহেদি, কাভেরি মেহেদি, কাশ্নীরি মেহেদি, শাহজাদি মেহেদি বেশ জনপ্রিয়। ৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকার মধ্যে এই মেহেদিগুলো পাওয়া যায়।
দেখতে দেখতে ঈদুল আজহা চলে এলো। ঈদের খুশির মাত্রায় প্রাণ আনে মেহেদি। মেহেদি ছাড়া ঈদ সম্পূর্ণ হয় না। মেহেদি ছাড়া ঈদ যেন অকল্পনীয়। বাড়ির ছোট সদস্য থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের সবাই অধীর আগ্রহে হাতে মেহেদি দিতে বসে থাকে।
মেহেদি নির্বাচন
সাধারণত প্রাকৃতিক বা অরগানিক মেহেদি ত্বকের জন্য ভালো। মেহেদি পাতার পাউডার থেকে তৈরি অরগানিক মেহেদিগুলোতে কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় না। হাতে তৈরি মেহেদি থেকে রঙ আসতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগলেও এর স্থায়িত্ব এক সপ্তাহ বা তার বেশি সময় পর্যন্ত থাকে। তবে আজকাল বাজারে এমনও অনেক মেহেদি পাওয়া যায়, যা হাতে লাগানোর মাত্র ৫/৭ বা ১০ মিনিটের মধ্যেই রঙ ফুটে ওঠে। তবে তাৎক্ষণিক রঙ হওয়া এমন মেহেদি এড়িয়ে চলাই উত্তম। সেনসিটিভ ত্বক বা ত্বকে অ্যালার্জিজনিত সমস্যা থাকলে অরগানিক মেহেদি লাগালেই ভালো হয়। অন্যথায়, হাতে চুলকানি বা অন্য সমস্যা দেখা দিতে পারে।
মেহেদি লাগানোর আগে জানা প্রয়োজন
মেহেদি লাগানোর আগে হাত ভালোভাবে ফেসওয়াশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর শুকনো একটি তোয়ালে বা টিস্যু দিয়ে হাত শুকিয়ে নিন। মনে রাখবেন, মেহেদি দেওয়ার আগে হাতে কোনো ক্রিম বা লোশন ব্যবহার করবেন না। যেহেতু এখন গরমের সময়, লোশন বা ক্রিমের ব্যবহারে হাত ঘেমে যেতে পারে।
মেহেদি লাগানোর আগের সময়টায় পানি, ড্রিংকস বা ভারী খাবার থেকে বিরত থাকুন। মেহেদি লাগানোর সময়ে অনেকটা সময় বসে থাকতে হয় এবং হাত টানটান করে রাখতে হয়। তাই পা বা কোমর ধরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ জন্য মেহেদি লাগানোর আগে আপনি একটু হাঁটাহাঁটি করে নিতে পারেন। হাত দুটোও এদিক-ওদিক করে নিতে পারেন। এতে করে অনেকটা সময় বসলেও আপনার আর একঘেয়েমি লাগবে না। সুন্দরভাবে মেহেদি দিতে আরো কিছু আরো কিছু টিপস নিম্নে দেওয়া হলো।
* হাতে মেহেদি লাগানোর সময় অবশ্যই টুথপিক, টিস্যু পেপার বা নরম সুতি কাপড় সঙ্গে রাখুন।
* প্যাকেটজাত মেহেদির মুখ কাটার সময় সাবধানতা অবলম্বন করে কাটবেন। প্যাকেটজাত মেহেদির মুখ মোটা করে কাটলে তা হাতে লাগানোর সময় বেশ অসুবিধা হয়। তাই টিউব মেহেদির মুখ সরু করে কাটার চেষ্টা করুন।
* মেহেদি লাগানোর সময় প্রায় আটকে যায়, সে ক্ষেত্রে একটা আলপিন বা সুঁই দিয়ে মুখটা বারবার পরিষ্কার করে দিতে হবে।
* তরল মেহেদি হলে বের হওয়া শুরু করে, তাহলে টিউবে চাপ দিয়ে কিছু মেহেদি বের করে দিয়ে আবার দিতে হবে। তা না হলে আকস্মিক অনেকখানি পড়ে গিয়ে নকশা নষ্ট করতে পারে।
* হাতে ওয়াক্স করা থাকলে এক বা দুদিন পর মেহেদি লাগান।
* হাতে মেহেদি দেওয়ার পর তা শুকিয়ে এলে মেহেদি ডিজাইনের ওপর চিনির সিরাপ লাগাতে পারেন। তুলোর বলে চিনির সিরাপ ভিজিয়ে আলতোভাবে মেহেদি ডিজাইনের ওপর তুলোর বলগুলো কিছু সময়ের জন্য চেপে ধরে রাখুন।
* মেহেদি সম্পূর্ণভাবে শুকিয়ে এলে তা উঠিয়ে নিন এবং কয়েক ঘণ্টা হাতে পানি না লাগানোর চেষ্টা করুন। এতে রঙ গাঢ় হবে এবং বেশ কয়েক দিন স্থায়ী হবে।
ইনস্ট্যান্ট মেহেদির ক্ষেত্রে যা জানা জরুরি: ইনস্ট্যান্ট মেহেদি তোলার সময় হাতে বেশি করে পানি ব্যবহার করবেন। এতে নানা রাসায়নিক উপাদান থাকার ফলে এটি ওঠানোর সময় খেয়াল রাখবেন, হাতে যেন এটি কোনোভাবেই লেগে না থাকে।
হাতে মেহেদি লাগানোর জন্য প্রথম ডিজাইন বা আলপনা নির্বাচন করুন। মেহেদির প্যাকেটের সঙ্গে ডিজাইন বইও দেওয়া থাকে। প্রথমে আপনার পছন্দমতো নকশা বাছাই করুন। নানা ধরনের মেহেদির মধ্যে লিজান অ্যাকটিভ গোল্ড মেহেদি, মমতাজ মেহেদি, রাঙাপরী অ্যাকটিভ গোল্ড মেহেদি, আলমাস মেহেদি, কাভেরি মেহেদি, কাশ্নীরি মেহেদি, শাহজাদি মেহেদি বেশ জনপ্রিয়। ৫০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকার মধ্যে এই মেহেদিগুলো পাওয়া যায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইন হত্যাকাণ্ডের পর স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর পালিত হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
৫ ঘণ্টা আগে১৮৪৬ সালের ১৬ অক্টোবর চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী দিন। বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে প্রথমবারের মতো এক রোগীর শরীরে ব্যথাহীন অস্ত্রোপচার সম্পন্ন হয়। দাঁতের চিকিৎসক ডা. উইলিয়াম মর্টন রোগী গিলবার্ট অ্যাবটের মুখে ইথার গ্যাস শ্বাসের মাধ্যমে প্রয়োগ করেন। কয়েক মিনিটের মধ্যেই রোগী
৫ ঘণ্টা আগেকরোনা ভ্যাকসিনের দীর্ঘমেয়াদি জটিলতা নিয়ে বাংলাদেশের মানুষদের মধ্যে রয়েছে নানা ভুল ধারণা এবং অন্ধবিশ্বাস। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে স্ক্যাবিসসহ কিছু সংক্রামক চর্মরোগ মহামারির আকার ধারণ করেছে। বেশির ভাগ মানুষ বিশ্বাস করে, করোনা ভ্যাকসিন গ্রহণ করার ফলে তাদের বিভিন্ন ধরনের চর্মরোগ হচ্ছে। আবার
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ষড়ঋতুর দেশ। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন রোগবালাই আবির্ভাব হয়। বাংলাদেশে হেমন্তকালের শেষের দিকে শীতকাল খুব কাছাকাছি চলে আসে। ঋতু পরিবর্তনের এ সময় তাপমাত্রার ওঠানামা ও শুষ্ক বাতাসের কারণে সর্দি-কাশি, জ্বরসহ অন্যান্য রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়তে পারে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা
৬ ঘণ্টা আগে