ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা

বরিশাল অফিস
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ২০: ৩২

বরিশালের সরকারি বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা জানান, ২০০২ সালে সর্বশেষ বিএম কলেজ ছাত্র সংসদ নির্বাচন হয়। ওই সময় চারদলীয় জোট সমর্থিত সেন্টু-বাদল-নেয়ামুল পরিষদ জয়লাভ করে। এর পর গত ২৩ বছরে কোনো নির্বাচন হয়নি। সম্প্রতি নতুন করে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে।

বিজ্ঞাপন

কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে বাধ্য হয়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। মিছিল শেষে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ শেখ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে কলেজ প্রশাসন আন্তরিক। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত