চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার বিজ্ঞান অনুষদভুক্ত 'এ' ইউনিটের মধ্য দিয়ে শুরু হচ্ছে। এবারের ভর্তি পরীক্ষায় ৪টি ইউনিট ও ৩টি উপ-ইউনিট মিলিয়ে ৪ হাজার ১৬৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিচ্ছেন ২ লাখ ৩৩ হাজার ৩২৭ ভর্তিচ্ছু শিক্ষার্থী। অর্থাৎ এক আসনের বিপরীতে লড়ছেন ৫৬ জন।
এবারের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি ভর্তিচ্ছ শিক্ষার্থী অংশগ্রহণ করছে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে। ১ হাজার ৯৩টি আসনের বিপরীতে এই ইউনিটে আবেদন করেছেন ৮৭ হাজার ৭৯৪ জন শিক্ষার্থী।
সবচেয়ে কম ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করছে শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ নিয়ে গঠিত ‘ডি-১’ উপইউনিটে। এখানে ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১ হাজার ৪২১ জন শিক্ষার্থী।
পরীক্ষার কেন্দ্র:
গত বছরের ন্যায় এবছরও তিনটি বিভাগীয় শহরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রগুলো হলো—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
পরীক্ষার সূচি:
আগামীকাল শুক্রবার ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। সকাল সাড়ে ১০টায় ভর্তিচ্ছ শিক্ষার্থীদের কেন্দ্র প্রবেশ করতে হবে। বেলা ১১টায় ওএমআর শিট দেওয়া হবে। বেলা ১১টা ১৫ মিনিটে ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে বেলা ১২টা ১৫ মিনিটে।
এ ছাড়া ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার মানবণ্টন:
সব ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ১২০ নম্বরের। এর মধ্যে বহুনির্বাচনী পদ্ধতিতে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা আর বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে যুক্ত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। ‘ডি-১’ উপ-ইউনিট বাদে সব ইউনিটেই পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৪০। ‘ডি-১’ উপ-ইউনিট পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর হবে ৩৫।
নিরাপত্তা ব্যবস্থা:
আজ বৃহস্পতিবার বিকেলে একটি সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আইন-শৃঙ্খলা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন ৬৩৭ে জন সদস্য। এর মধ্যে ৬৫ জন ট্রাফিক পুলিশ, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা-কর্মী থাকবে ১১৩ জন, আই.এস.এস. সদস্য ৫০ জনসহ রেলওয়ে পুলিশ, জেলা পুলিশ, বিএনসিসি, রোভার স্কাউট, ১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়েন্দা সংস্থার লোকজন থাকবে। সার্বিক নিরাপত্তা তত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টররিয়াল বডি থাকবে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট ৬টি ইনফরমেশন বুথ থাকবে সেখান থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য জানতে পারবে। পাশাপাশি আগত অভিভাবকদের জন্য ৬টি প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে— যোগ করেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

