শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি আবেদন করেছেন ৭২ হাজার শিক্ষার্থী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা পৌনে ৩টা পর্যন্ত দুটি ইউনিটে এই আবেদন করেন শিক্ষার্থীরা। ভর্তি আবেদন চলবে ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি কমিটি জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা পৌনে ৩টা পর্যন্ত এ ইউনিটে আবেদন করেছেন ৪৯ হাজার ৮৬১ জন শিক্ষার্থী। বি ইউনিটে আবেদন করেছেন ২০ হাজার ৯৪৭ জন শিক্ষার্থী। আর এ ২ উপ-ইউনিটে আবেদন করেছেন ১ হাজার ১৮৫ জন শিক্ষার্থী। সবমিলিয়ে দুই ইউনিট ও একটি উপ-ইউনিটে আবেদন করেছেন ৭১ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম আমার দেশকে বলেন, আবেদনের সময়সীমা আর বাড়ছে না। ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হচ্ছে আবেদন। তিনি বলেন, এখন পর্যন্ত প্রায় ৭২ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। ২৫ ডিসেম্বর শেষে ফাইনাল সংখ্যা জানা যাবে।
ভর্তি কমিটির তথ্য মতে, গত ৮ ডিসেম্বর থেকে শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে আবেদন। এ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১৩ জানুয়ারি ও বি ইউনিটের পরীক্ষা ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবার সিলেট ও রাজধানী ঢাকার নির্ধারিত কেন্দ্রসমূহে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবারের ভর্তি নির্দেশিকায় বলা হয়েছে, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর (৮০ এর মধ্যে), ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীর ক্ষেত্রে এইচএসসি এবং এসএসসিতে প্রাপ্ত জিপিএ- এর যোগফলকে ২ দ্বারা এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীর ক্ষেত্রে ১.৬ দ্বারা গুণ করে সর্বমোট ১০০ নম্বরের মধ্যে একজন প্রার্থীর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
নির্দেশিকা অনুযায়ী, এ বছর ১ হাজার ৫৬৬ আসনে ভর্তি নেবে শাবিপ্রবি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৯৮৫ ও ‘বি’ ইউনিটে ৫৮১ আসন। এছাড়া পাঁচ ধরনের কোটায় অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত রাখা হয়েছে। এগুলোর মধ্যে ‘এথনিক মেরিট অ্যালোকেশনে ২৮টি, ডিজেবিলিটি মেরিট অ্যালোকেশনে ১৪টি, টি-লেবার মেরিট অ্যালোকেশনে ৫টি, স্পোর্টস মেরিট অ্যালোকেশনে ১০টি ও সাস্ট কমিউনিটি মেরিট অ্যালোকেশনে ২০টি আসন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

