আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রমজান উপলক্ষে জবিতে ২৬ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ক্লাস

প্রতিনিধি, জবি

রমজান উপলক্ষে জবিতে ২৬ ফেব্রুয়ারি থেকে অনলাইনে ক্লাস

পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন। এর আগে তার স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র মাহে রমজান উপলক্ষে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়কালে বিশ্ববিদ্যালয়ের সব স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামের নিয়মিত ক্লাস অনলাইনে পরিচালিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের সুবিধা এবং রমজানের সময়সূচি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...