আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘নট ইভেন হোয়াটসঅ্যাপ’ কী?

স্টাফ রিপোর্টার

‘নট ইভেন হোয়াটসঅ্যাপ’ কী?

প্রতিনিয়ত নানা ফিচার যুক্ত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে। এবার নতুন প্রচার কৌশল ‘নট ইভেন হোয়াটসঅ্যাপ’ নিয়ে এসেছে যোগাযোগ মাধ্যমটি। হোয়াটসঅ্যাপের গোপনীয়তা বৃদ্ধির লক্ষ্যে বরাবর কাজ করছে মার্ক জুকারবার্গের সংস্থাটি। এবার গোপনীয়তা কতটা জোরদার তা বোঝাতেই নতুন প্রচার কৌশল ‘নট ইভেন হোয়াটসঅ্যাপ’ এনেছে হোয়াটসঅ্যাপ।

একটি ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছে, এই মেসেজিং অ্যাপ ঠিক কতটা গোপনীয়তা বজায় রাখে। তাতে দেখা যায়, সবাই মেসেজ করছে, ভিডিও কল করছে, ব্যক্তিগত কথা বলছে, সবটাই ভীষণ ব্যক্তিগত। এসব মেসেজে এতটাই গোপনীয়তা বজায় থাকছে, যেন হোয়াটসঅ্যাপও কিছু জানতে পারছে না। সে কারণেই এই ক্যাম্পেইনের নাম ‘নট ইভেন হোয়াটসঅ্যাপ’।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচার নিয়ে হাজির হয়েছে এই মেসেজিং অ্যাপ। কীভাবে কাজ করে এই ফিচার? প্রথমে নিজের হোয়াটসঅ্যাপটি আপডেট করুন। সেটিংসে পেয়ে যাবেন ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ অপশন। সেটি অন করলেই গ্রুপ বা ব্যক্তিগত চ্যাট আর এক্সপোর্ট করতে পারবেন না কেউ। তবে এতে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই। স্বাভাবিক নিয়মেই স্ক্রিনশট নেওয়া যাবে। তবে ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ ফিচারের সুবিধা পেতে দুই ব্যবহারকারীরই হোয়াটসঅ্যাপে লেটেস্ট ভার্সন থাকতে হবে। অর্থাৎ চাইলেই আর চ্যাট এক্সপোর্ট করে কাউকে পাঠানো যাবে না। এতে গোপনীয়তা বজায় থাকবে, চ্যাট সুরক্ষিত থাকবে বলেই মনে করছে সংস্থা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন