৪৬ তম বিসিএসের স্থগিত হওয়া মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ১৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সরকারী কর্ম কমিশনের (পিএসসি)বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়- ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৩৯০ জন, কারিগরি/পেশাগত ক্যাডারের ৭৩৮ জন এবং সাধারন ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের ২৩৩ জন প্রার্থীসহ মোট ১৩৬১ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk. com.bd) পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
ঘোষিত তারিখ ও সময়সূচি অনুযায়ী পরীক্ষা আগারগাঁওয়ে পিএসসির প্রধান কার্যালয়ের অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত পরিস্থিতিতে ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারির ওই পরীক্ষা স্থগিত করে পিএসসি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

