৪৪তম বিসিএসের প্রার্থীরা পাচ্ছেন সংশোধিত ফল

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১৮: ০৩

একই ক্যাডারে আগে নিয়োগপ্রাপ্ত (রিপিট ক্যাডার) ইস্যুতে ঝুলে থাকা ৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফল চলতি সপ্তাহেই প্রকাশ করা হতে পারে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পিএসসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিধি সংশোধনের যে প্রস্তাব পিএসসি পাঠিয়েছিল, তা অনুমোদিত হয়েছে। প্রধান উপদেষ্টার সইয়ের পর বিধি সংশোধন করে মঙ্গলবার গেজেট আকারে জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

এখন সংশোধিত ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে পিএসসি। বেশি কাজ না থাকায় খুব শিগগির ৪৪তম বিসিএসের ফলাফল প্রকাশ করা সম্ভব হবে বলেও জানান তারা।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জাগো নিউজকে বলেন, গেজেট জারি করা হয়েছে বলে জেনেছি। পিএসসি আনুষ্ঠানিকভাবে গেজেট পেলে সংশোধিত ফলাফল প্রকাশের কার্যক্রম শুরু করা হবে। তবে কবে নাগাদ ফল প্রকাশ করা হতে পারে, তা জানাতে পারেননি তিনি।

জানা যায়, ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ২৭ মে। প্রিলিতে উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১১ হাজার ৭৩২ জন। দীর্ঘ প্রক্রিয়া শেষে মৌখিক পরীক্ষার মাধ্যমে চলতি বছরের ৩০ জুন এক হাজার ৬৯০ প্রার্থীকে সুপারিশ করা হয়।

পিএসসি সূত্রে জানায়, এ বিসিএসে প্রায় ৪০০ রিপিট ক্যাডার (আগের বিসিএসেও একই ক্যাডারে নিয়োগ পেয়ে কর্মরত) হয়। এতে পদগুলো শূন্য থেকে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। সার্বিক দিক বিবেচনায় পিএসসি বিধি সংশোধন করে রিপিট ক্যাডারের তথ্য নিয়ে পুনরায় ফল প্রকাশের উদ্যোগ নেয়।

সংশোধিত বিধিতে যা আছে

মূলত একাধিকবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত হওয়া বন্ধ করার জন্য বিদ্যমান বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪–এর বিধি-১৭ এর শেষের অংশে কিছু শর্ত যুক্ত করার প্রস্তাব করেছিল পিএসসি। তাতে অনুমোদন দিয়ে গেজেট জারি করা হয়েছে।

এতে বিদ্যমান বিধির ১৭-এর শেষের অংশে সংশোধিত অংশটুকু প্রতিস্থাপিত হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত