
স্টাফ রিপোর্টার

অনিয়ম, অসঙ্গতি ও ভুলে ভরা প্রশ্নে পরীক্ষা নেয়ার কারণে আগামী সাত দিনের মধ্যে ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল আহমদ নোটিশটি পাঠান।
বৃহস্পতিবার জালাল আহমেদের পক্ষে পিএসসি চেয়ারম্যানের কাছে এই আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন।
আইনি নোটিশে বলা হয়, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার সারা দেশে অনুষ্ঠিত হয়েছে। অনিয়ম, অসঙ্গতি ও ভুলে ভরা প্রশ্নের ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা এতটাই জটিল হয়েছে যে, ভালো করে পড়ে বুঝতেই ২ ঘণ্টা সময় লেগে যায়। সঠিক উত্তর বৃত্ত ভরাট তো দূরের কথা! সময়ের সাথে সামঞ্জস্য রেখেই প্রশ্নপত্র তৈরি করা উচিত ছিল।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় কিছু ভুল-ত্রুটি ছিল উল্লেখ করে আরো বলা হয়, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার কিছু ভুল-ত্রুটি ছিল। সেট-১-এর ১৪৬ নম্বর প্রশ্নে একটি কম্পিউটারের প্রসেসরের ক্লক স্পিড ৪.০০ গিগাহার্জ হলে ক্লক সাইকেল টাইম কত হবে, এমন প্রশ্ন করা হয়। চারটি অপশনের কোনোটিই সঠিক নয় বলে আমরা জানতে পেরেছি। তবে এই প্রশ্নের ‘সঠিক উত্তর হবে ০.২৫ ন্যানোসেকেন্ড, যা অপশনগুলোতে ছিল না’।
সেট-১-এর ১১০ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘ইরানের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোনো প্রদেশে অবস্থিত? কিন্তু চারটি অপশনেই সঠিক উত্তর ছিল না।
কয়েকটি প্রশ্নে ডাবল উত্তর ছিল বলে অভিযোগ করে বলা হয়, সেট-১-এর ১২০ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, কোন দেশটি ওপেকের সদস্য নয়? এখানে চারটি অপশন ছিল। যেখানে দুটি উত্তর হতে পারে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ। এমন একাধিক উত্তর হতে পারে, এমন প্রশ্ন আছে ১৫-১৬টি। এ ছাড়া খুলনায় ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগও রয়েছে।
এবারে সবচেয়ে কম উত্তীর্ণ হয়েছে মর্মে অভিযোগ এনে বলা হয়, এবারের ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ প্রার্থী। গত আটটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সাধারণ বিসিএসের মধ্যে সবচেয়ে কম এবার উত্তীর্ণ হয়েছেন। কম টিকানোর যৌক্তিক কারণ পিএসসির কাছে জানতে চাওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী সাত দিনের মধ্যেই অনিয়ম, অসঙ্গতি ও ভুলে ভরা প্রশ্নের ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা বাতিল করে নির্ভুল এবং স্বচ্ছ প্রশ্নপত্র তৈরির মাধ্যমে পুনরায় পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে হবে। অন্যথায় উচ্চ আদালতে দ্বারস্থ হবেন ভুক্তভোগী এবং এর সম্পূর্ণ দায়ভার নোটিশপ্রাপ্ত কর্তৃপক্ষকে বহন করতে হবে।

অনিয়ম, অসঙ্গতি ও ভুলে ভরা প্রশ্নে পরীক্ষা নেয়ার কারণে আগামী সাত দিনের মধ্যে ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জালাল আহমদ নোটিশটি পাঠান।
বৃহস্পতিবার জালাল আহমেদের পক্ষে পিএসসি চেয়ারম্যানের কাছে এই আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন।
আইনি নোটিশে বলা হয়, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা গত ১৯ সেপ্টেম্বর শুক্রবার সারা দেশে অনুষ্ঠিত হয়েছে। অনিয়ম, অসঙ্গতি ও ভুলে ভরা প্রশ্নের ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা এতটাই জটিল হয়েছে যে, ভালো করে পড়ে বুঝতেই ২ ঘণ্টা সময় লেগে যায়। সঠিক উত্তর বৃত্ত ভরাট তো দূরের কথা! সময়ের সাথে সামঞ্জস্য রেখেই প্রশ্নপত্র তৈরি করা উচিত ছিল।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় কিছু ভুল-ত্রুটি ছিল উল্লেখ করে আরো বলা হয়, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার কিছু ভুল-ত্রুটি ছিল। সেট-১-এর ১৪৬ নম্বর প্রশ্নে একটি কম্পিউটারের প্রসেসরের ক্লক স্পিড ৪.০০ গিগাহার্জ হলে ক্লক সাইকেল টাইম কত হবে, এমন প্রশ্ন করা হয়। চারটি অপশনের কোনোটিই সঠিক নয় বলে আমরা জানতে পেরেছি। তবে এই প্রশ্নের ‘সঠিক উত্তর হবে ০.২৫ ন্যানোসেকেন্ড, যা অপশনগুলোতে ছিল না’।
সেট-১-এর ১১০ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, ‘ইরানের ফোর্দো পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রটি কোনো প্রদেশে অবস্থিত? কিন্তু চারটি অপশনেই সঠিক উত্তর ছিল না।
কয়েকটি প্রশ্নে ডাবল উত্তর ছিল বলে অভিযোগ করে বলা হয়, সেট-১-এর ১২০ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়, কোন দেশটি ওপেকের সদস্য নয়? এখানে চারটি অপশন ছিল। যেখানে দুটি উত্তর হতে পারে ইন্দোনেশিয়া ও বাংলাদেশ। এমন একাধিক উত্তর হতে পারে, এমন প্রশ্ন আছে ১৫-১৬টি। এ ছাড়া খুলনায় ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার অভিযোগও রয়েছে।
এবারে সবচেয়ে কম উত্তীর্ণ হয়েছে মর্মে অভিযোগ এনে বলা হয়, এবারের ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ প্রার্থী। গত আটটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, সাধারণ বিসিএসের মধ্যে সবচেয়ে কম এবার উত্তীর্ণ হয়েছেন। কম টিকানোর যৌক্তিক কারণ পিএসসির কাছে জানতে চাওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী সাত দিনের মধ্যেই অনিয়ম, অসঙ্গতি ও ভুলে ভরা প্রশ্নের ৪৭তম বিসিএসের প্রিলি পরীক্ষা বাতিল করে নির্ভুল এবং স্বচ্ছ প্রশ্নপত্র তৈরির মাধ্যমে পুনরায় পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে হবে। অন্যথায় উচ্চ আদালতে দ্বারস্থ হবেন ভুক্তভোগী এবং এর সম্পূর্ণ দায়ভার নোটিশপ্রাপ্ত কর্তৃপক্ষকে বহন করতে হবে।

সোনালী ব্যাংক পিএলসিতে অফিসার (সাধারণ) পদে ২২৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলি সাপেক্ষে দেশের সকল জেলার স্থায়ী নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংক সরকারি মালিকানাধীন ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব প্রতিষ্ঠানে মোট এক হাজার ৮৮০ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
গণপূর্ত অধিদপ্তরে ১৪তম থেকে ১৬তম গ্রেডের ৪০৯টি ও ২০তম গ্রেডের ২৬০টি শূন্য পদসহ মোট ৬৬৯টি পদে নিয়োগে আবেদন চলছে। আবেদন চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ অক্টোবর ২০২৫, বিকেল পাঁচটা।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘সিনিয়র পিএমইআর অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৬ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই বিএসএস/স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
৪ ঘণ্টা আগে