আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৩ নভেম্বর ঘিরে কোনো শঙ্কা নেই

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে কোনো ধ্বংসাত্মক কার্যক্রমের ব্যাপারে সরকারের অবস্থান কঠোর। ১৩ নভেম্বর ঘিরে আশঙ্কার কারণ নেই। সরকার কোনো ধরনের সন্ত্রাস সহ্য করবে না।

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

বিজ্ঞাপন

তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এছাড়া যেখানে-সেখানে খোলা তেল বিক্রি বন্ধসহ বিভিন্ন ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আগামী ১৩ তারিখ ঘিরে আমাদের কার্যক্রম চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন