বিশেষ প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের জন্য দেশের সব মিল-কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
রোববার সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ সংক্রান্ত সভায় এ আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা সভায় বক্তব্য রাখেন।
সভাশেষে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনী সাংবাদিকদের বলেন, সামনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এরপরই আসছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। এখন মানুষ ঈদের কেনাকাটাও করছে। এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
সচিব বলেন, ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে কোথাও যেনো চাঁদাবাজির সুযোগ না পায়, সেদিকে নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেও বলা হয়েছে। এছাড়াও মহান স্বাধীনতা দিবস ও ঈদের ছুটিতে সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বলা হয়েছে।
সচিব বলেন, পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের ছুটির বিষয়টি দেখবেন। পর্যায়ক্রমে যাতে তারা সবাই ছুটি ভোগ করেন, এ ব্যবস্থা নিতে মালিকদের একটি নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সচিব বলেন, পুলিশ এখন মাঠে বেশ সক্রিয় ভূমিকা রাখছে, এটা আপনারা দেখছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের তুলনায় কাঙ্ক্ষিত পর্যায়ের উন্নতি হয়েছে। আমরা চাই, দেশের সব মানুষ নিরাপদ থাকুক।
এমএস
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের জন্য দেশের সব মিল-কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
রোববার সচিবালয়ে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ সংক্রান্ত সভায় এ আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা সভায় বক্তব্য রাখেন।
সভাশেষে আয়োজিত এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনী সাংবাদিকদের বলেন, সামনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। এরপরই আসছে পবিত্র ঈদুল ফিতরের ছুটি। এখন মানুষ ঈদের কেনাকাটাও করছে। এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
সচিব বলেন, ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে কোথাও যেনো চাঁদাবাজির সুযোগ না পায়, সেদিকে নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেও বলা হয়েছে। এছাড়াও মহান স্বাধীনতা দিবস ও ঈদের ছুটিতে সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বলা হয়েছে।
সচিব বলেন, পোশাক কারখানার মালিকরা শ্রমিকদের ছুটির বিষয়টি দেখবেন। পর্যায়ক্রমে যাতে তারা সবাই ছুটি ভোগ করেন, এ ব্যবস্থা নিতে মালিকদের একটি নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।
দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সচিব বলেন, পুলিশ এখন মাঠে বেশ সক্রিয় ভূমিকা রাখছে, এটা আপনারা দেখছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আগের তুলনায় কাঙ্ক্ষিত পর্যায়ের উন্নতি হয়েছে। আমরা চাই, দেশের সব মানুষ নিরাপদ থাকুক।
এমএস
ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এই তিন ব্যাটালিয়নসহ বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২৭ মিনিট আগেপরে অন্য সিনিয়র রিপোর্টারদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যানি। এ সময় আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন, ভারপ্রাপ্ত চিফ রিপোর্টার বাছির জামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
১ ঘণ্টা আগেসেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগেতিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও এসেম্বলিতে তামাকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরতে হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের সময়েও এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এ সময় উপদেষ্টা তামাকমুক্ত বিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
২ ঘণ্টা আগে