বার্ন ইনস্টিটিউট থেকে বাসায় ফিরল মাইলস্টোনের আরো দুই শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০০
ছবি: সংগৃহীত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মো. রাইয়ান (১৪) ও হাফসা খাঁন (১১) নামের আরও দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখনো ১১ জনকে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন।

বিজ্ঞাপন

তিনি জানান, রাইয়ান নামের এক শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার দুপুরের দিকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। রাইয়ান মাইলস্টোন স্কুল এন্ড কলেজে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। তার শরীরে ২২ শতাংশ দগ্ধ ছিল। তিনি গাজীপুরের টঙ্গীর মোহাম্মদ মোশারফ হোসেনের সন্তান।

অধ্যাপক নাসির আরো জানান, হাফসা খাঁন (১১) নামের শিক্ষার্থীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার দুপুরের দিকে তাকেও ছাড়পত্র দেওয়া হয়েছে। ২২ শতাংশ দগ্ধ নিয়ে শরীরে ভর্তি হয়ে প্রায় দেড় মাস যুদ্ধ করে বাড়ি ফিরলো আজ। চতুর্থ শ্রেণীর হাফসা আবারও ক্লাসে ফিরতে চায়।

ডা. নাসির জানান, আমাদের জাতীয় বার্ন ও ইনস্টিটিউট থেকে এখন পর্যন্ত ২৫ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখানো ১১ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সবার শারীরিক অবস্থা উন্নতির দিকে। আমরা আশা করছি, অন্যান্য যারা আমাদের এখানে ভর্তি আছে তারাও শিগগিরই সুস্থ হয়ে বাড়ি ফিরবেন ইনশাল্লাহ। যাদেরকে ছাড়পত্র দেওয়া হয়েছে তারা পরবর্তীতে এখানে এসে চিকিৎসা নিতে পারবেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত