শহীদ মিনারে শেষ মুহূর্তের প্রস্তুতি

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ২০
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৪: ৪৩

একুশে ফেব্রুয়ারির বাকি আর মাত্র একদিন। বৃহস্পতিবার রাত থেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

বিজ্ঞাপন
Shahid-Minar--1

নানা রঙের ফুলে সুভাষিত হবে শহীদ বেদী। আর সেই বেদীকে প্রস্তুত করতে এখন চলছে শেষ মুহূর্তের কাজ।

Shahid-Minar--2

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিসহ পুরো প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করাসহ সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা নিশ্চিতের কাজ এখন শেষ পর্যায়ে।

Shahid-Minar--4

সৌন্দর্য বাড়াতে শহীদ মিনারসহ আশপাশের রাস্তার দেয়ালে নতুন রং করা হয়েছে।

Shahid-Minar--5

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মিনার প্রাঙ্গণ আলপনা এঁকে রঙের তুলিতে সাজিয়ে তুলছেন। দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলছেন বর্ণমালা।

Shahid-Minar--6

বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে সরেজমিন এমন চিত্র দেখা গেছে।

ছবিগুলো তুলেছেন রফিকুর রহমান রকু

Shahid-Minar--3

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত