আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির শ্রদ্ধা

রাজশাহী ব্যুরো

শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। শুক্রবার প্রথম প্রহর রাত ১টা ৩৫ মিনিটে জাতীয় নাগরিক কমিটির (জানাক) আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে শহীদ মিনারে নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সারজিস আলম, সামান্তা শারমিনসহ অনেকে। পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির পল্টন থানার নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান।

এর আগে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও বিচার বিভাগের বিচারপতিরা শ্রদ্ধা জানান। তাদের পরে শ্রদ্ধা জানান অন্তবর্তী সরকারের উপদেষ্টারা। এরপর একে একে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্টদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনাররা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...