শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির শ্রদ্ধা

রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ০০
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯: ১৭

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। শুক্রবার প্রথম প্রহর রাত ১টা ৩৫ মিনিটে জাতীয় নাগরিক কমিটির (জানাক) আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে শহীদ মিনারে নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন সারজিস আলম, সামান্তা শারমিনসহ অনেকে। পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির পল্টন থানার নেতাকর্মীরাও শ্রদ্ধা জানান।

এর আগে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও বিচার বিভাগের বিচারপতিরা শ্রদ্ধা জানান। তাদের পরে শ্রদ্ধা জানান অন্তবর্তী সরকারের উপদেষ্টারা। এরপর একে একে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্টদূত, কূটনীতিক ও হাইকমিশনাররা, প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনাররা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত