ডাকসু নির্বাচনের পর বামদের শক্তি নিয়ে যা বললেন পিনাকী

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০০: ২৯
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৫২

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের বামপন্থি প্রার্থীদের আসল শক্তির হিসাব-নিকাশ তুলে ধরেছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য। বুধবার নিজের ফেসবুক পোস্টে এ তথ্য তুলে ধরেন তিনি।

পিনাকী লেখেন, প্রতিরোধ পর্ষদের ফেসবুক শেখ তাসনিম আফরোজ ইমি কত ভোট পেয়েছেন জানেন? ৮০টা। জ্বি ঠিকই শুনছেন- ১০০ টাও না। এর এক্সপ্লানেশন কী? মেঘমাল্লার তো প্রায় পাঁচ হাজার ভোট পেয়েছেন। একটা হতে পারে, তারা প্যানেলের ভোট অন্য কাউকে দিয়েছে। অথবা এইটাই বামদের আসল শক্তি।

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, মেঘমাল্লার তো পাঁচ হাজার ভোট পেয়েই কলার ঝাঁকাচ্ছে। এই ভোট যদি তার আদর্শিক ভোট হয় বা বামপন্থিদের রিজার্ভ ভোট হয় তাহলে এই পরিমাণে ভোট কেন প্যানেলের ভিপি পেলেন না? যদি মেঘমল্লার ব্যক্তিগত জনপ্রিয়তায় এই ভোট টানে; তাহলে এটাকে কেমনে বামপন্থার প্রতি আগ্রহ হিসেবে বিবেচনা করা যায়?

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত