আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জুলাই শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হতে দেব না: পিএসসি চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার
জুলাই শহীদদের আত্মত্যাগ ব্যর্থ হতে দেব না: পিএসসি চেয়ারম্যান

পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেছেন, ২০২৪ এর তরুণ প্রজন্ম যে বৈষমমূলক রাষ্ট্র ব্যবস্থা বিলোপের জন্য প্রাণ বিসর্জন দিয়েছে; তাদের এই আত্মত্যাগ ব্যর্থ হতে দেব না।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদ‌যাপন উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পিএসসির চেয়ারম্যান বলেন, কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে কোনো ধরনের বৈষম্য এবং অন্যায় হতে দিব না। কমিশনের চেয়ারম্যান জুলাই শহিদদের ত্যাগকে স্মরণ রেখে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী এবং আহতদের নিয়ে নির্মিত একটি মিউজিক ভিডিও ও একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা সভায় পিএসসির অন্যান্য সদস্য ও সচিব এবং কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন