আমার দেশ অনলাইন
প্রখ্যাত মুফাসসিরে কোরআন ও ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। আল্লাহ তাআলা তাঁর পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণীবাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।’
১৪ আগস্ট, আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এই দিনে রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি ইন্তেকাল করেন।
এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেন, সাঈদী ছিলেন সম্পূর্ণ নির্দোষ এবং চিকিৎসার মাধ্যমে তাকে ‘হত্যা’ করা হয়েছে। সেই সময় দায়িত্বে থাকা চিকিৎসকসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান তিনি।
একইদিন এক বিবৃতিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণেই সাঈদীর মৃত্যু হয়। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা দেয়নি এবং তার পরিবারের সদস্যদের শেষ সময়ে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।
ডা. শফিকুর রহমান আরো অভিযোগ করেন, মৃত্যুর পর ঢাকায় জানাজা আদায়ের দাবিতে জনতা সমবেত হলে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে বহু মানুষকে আহত করে। পরে পিরোজপুরের গ্রামের বাড়িতে জানাজা ও দাফন সম্পন্ন হয়, যেখানে লাখো মানুষ চোখের জলে তাকে বিদায় জানান।
ড. আজহারীর পোস্টে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী আমিন উচ্চারণ করেন। কেউ কেউ মন্তব্যে লেখেন, সাঈদীর জীবন ও কর্ম নিয়ে সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে প্রজন্মকে অবহিত করা জরুরি। আরেকজন দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানে স্থান দেন এবং যারা তার বিরুদ্ধে অপবাদ দিয়েছে তাদের হেদায়েত দান করেন বা শাস্তি দেন।
প্রখ্যাত মুফাসসিরে কোরআন ও ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। আল্লাহ তাআলা তাঁর পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণীবাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।’
১৪ আগস্ট, আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এই দিনে রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি ইন্তেকাল করেন।
এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেন, সাঈদী ছিলেন সম্পূর্ণ নির্দোষ এবং চিকিৎসার মাধ্যমে তাকে ‘হত্যা’ করা হয়েছে। সেই সময় দায়িত্বে থাকা চিকিৎসকসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান তিনি।
একইদিন এক বিবৃতিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণেই সাঈদীর মৃত্যু হয়। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা দেয়নি এবং তার পরিবারের সদস্যদের শেষ সময়ে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।
ডা. শফিকুর রহমান আরো অভিযোগ করেন, মৃত্যুর পর ঢাকায় জানাজা আদায়ের দাবিতে জনতা সমবেত হলে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে বহু মানুষকে আহত করে। পরে পিরোজপুরের গ্রামের বাড়িতে জানাজা ও দাফন সম্পন্ন হয়, যেখানে লাখো মানুষ চোখের জলে তাকে বিদায় জানান।
ড. আজহারীর পোস্টে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী আমিন উচ্চারণ করেন। কেউ কেউ মন্তব্যে লেখেন, সাঈদীর জীবন ও কর্ম নিয়ে সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে প্রজন্মকে অবহিত করা জরুরি। আরেকজন দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানে স্থান দেন এবং যারা তার বিরুদ্ধে অপবাদ দিয়েছে তাদের হেদায়েত দান করেন বা শাস্তি দেন।
সেন্টমার্টিন দ্বীপে নৌযান চলাচলের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। বুধবার মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগেতিনি আরো বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও এসেম্বলিতে তামাকের ক্ষতিকারক দিকগুলো তুলে ধরতে হবে। এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণের সময়েও এ বিষয়ে সচেতনতা গড়ে তুলতে হবে। এ সময় উপদেষ্টা তামাকমুক্ত বিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে যথাযথ পদক্ষেপ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
১ ঘণ্টা আগেআগামী শুক্র ও শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কায়ন কার্যক্রম পুরোদমে চলবে। এ জন্য ঢাকা কাস্টমস হাউসের সব শুল্ক দলের অফিস খোলা থাকবে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এসংক্রান্ত একটি আদেশ জারি করেছে।
২ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়ে জটিলতা তৈরি করছে বিএনপি। নভেম্বরে গণভোট হলে নির্বাচনের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় থাকবে। বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে