আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাঈদীকে স্মরণ করে আজহারীর আবেগঘন পোস্ট

আমার দেশ অনলাইন
সাঈদীকে স্মরণ করে আজহারীর আবেগঘন পোস্ট

প্রখ্যাত মুফাসসিরে কোরআন ও ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করে আবেগঘন পোস্ট দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ-র অনন্য খিদমাহ জাতি যুগ যুগ স্মরণ করবে। আল্লাহ তাআলা তাঁর পবিত্র কালামের একনিষ্ঠ এই বাণীবাহককে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।’

১৪ আগস্ট, আল্লামা সাঈদীর মৃত্যুবার্ষিকী। ২০২৩ সালের এই দিনে রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি ইন্তেকাল করেন।

এ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেন, সাঈদী ছিলেন সম্পূর্ণ নির্দোষ এবং চিকিৎসার মাধ্যমে তাকে ‘হত্যা’ করা হয়েছে। সেই সময় দায়িত্বে থাকা চিকিৎসকসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান তিনি।

একইদিন এক বিবৃতিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ২০২৩ সালের ১৪ আগস্ট রাতে পিজি হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসায় অবহেলার কারণেই সাঈদীর মৃত্যু হয়। তিনি দাবি করেন, হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ চিকিৎসা দেয়নি এবং তার পরিবারের সদস্যদের শেষ সময়ে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।

ডা. শফিকুর রহমান আরো অভিযোগ করেন, মৃত্যুর পর ঢাকায় জানাজা আদায়ের দাবিতে জনতা সমবেত হলে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও গুলি চালিয়ে বহু মানুষকে আহত করে। পরে পিরোজপুরের গ্রামের বাড়িতে জানাজা ও দাফন সম্পন্ন হয়, যেখানে লাখো মানুষ চোখের জলে তাকে বিদায় জানান।

ড. আজহারীর পোস্টে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী আমিন উচ্চারণ করেন। কেউ কেউ মন্তব্যে লেখেন, সাঈদীর জীবন ও কর্ম নিয়ে সেমিনার-সিম্পোজিয়ামের মাধ্যমে প্রজন্মকে অবহিত করা জরুরি। আরেকজন দোয়া করেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানে স্থান দেন এবং যারা তার বিরুদ্ধে অপবাদ দিয়েছে তাদের হেদায়েত দান করেন বা শাস্তি দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব

নির্বাচনি উঠান বৈঠকে বিএনপি নেতার মৃত্যু

প্রধান বিচারপতির কাছে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি

বিনামূল্যে পাঠ্যবই গ্রহণে শিক্ষা কর্মকর্তাদের পাঁচ নির্দেশনা

হাওরের বৈচিত্র্য রক্ষা করে যোগাযোগে উন্নয়নের প্রতিশ্রুতি বিএনপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন