জুলাই যোদ্ধা শফিকুল ইসলামের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান।
বুধবার গণমাধ্যমে পাঠানো শোক বিবৃতিতে তিনি বলেন, ৩০ ডিসেম্বর অন্যতম জুলাই যোদ্ধা শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকালে করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি।
তিনি আরো বলেন, এখনো বহু জুলাই যোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের আত্মত্যাগ এখনো শেষ হয়নি। যাদের মূল্যবান জীবন ও ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি- শফিকুল ইসলাম তাদেরই একজন। জাতি তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
আল্লাহ তাআলা তার ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করে দিয়ে তাকে শহীদ হিসেবে কবুল করুন। আমি তার শোকাহত পরিবার-পরিজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
সূত্রমতে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আহত শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই আন্দোলনের দেড় বছর পর তার মৃত্যু হয়। তার বাড়ি ময়মনসিংহের হলুয়াঘাটে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

