ভাষণে মাইলস্টোন নিয়ে যা বললেন প্রধান উপদেষ্টা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২২: ১২
ছবি: সংগৃহীত

আজ মঙ্গলবার ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবসে’ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই ভাষণ দেন তিনি।

বিজ্ঞাপন

ভাষণে অন্তর্বর্তী সরকারের এক বছরের কর্মকাণ্ড, জুলাই গণহত্যার বিচারের অগ্রগতি এবং চলমান সংস্কার কার্যক্রমের সারসংক্ষেপ ও নির্বাচন অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গের পাশাপাশি মাইলস্টোন ইস্যুতেও কথা বলেন প্রধান উপদেষ্টা। ভাষণে রাজধানী দিয়াবাড়ীর ওই কলেজে সম্প্রতি বিমান বিধ্বস্ত হয়ে ঝরে যাওয়া কোমলমতি শিশু-সহ সকল নিহতের আত্মার শান্তি কামনা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

প্রধান উপদেষ্টা বলেন, গত এক বছরে আমরা অনেক সংকট ও সম্ভাবনার মধ্য দিয়ে পার করেছি। অনেক ঘটনা-দুর্ঘটনা আমাদের গভীরভাবে বেদনাহত করেছে।

তিনি বলেন, সর্বশেষ মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ঝরে গেছে আমাদের কোমলমতি শিশু-সহ বেশকিছু মানুষের প্রাণ। আগুনে পুড়ে আহত হয়েছেন অনেকেই। এ ঘটনা আমাদের সবাইকে শোকস্তব্ধ করে দিয়েছে। এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করছি। যারা এখনো হাসপাতালের চিকিৎসাধীন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। এই ভয়াবহ দুর্ঘটনার পর সিঙ্গাপুর, চীন, ভারতসহ কয়েকটি দেশের যেসব চিকিৎসক এবং নার্স আহতদের সেবায় অক্লান্ত পরিশ্রম করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা রক্ত দিয়ে আহতদের পাশে দাঁড়িয়েছেন, কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতিও।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত