আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ নির্বাচনে প্রভাব ফেলবে না

আতিকুর রহমান নগরী

বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি অপসারণ নির্বাচনে প্রভাব ফেলবে না

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার বিদেশি কূটনৈতিক মিশনগুলোতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে অন্তত দুইটি মিশনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি বাংলার।

বিজ্ঞাপন

শুধুমাত্র মৌখিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিদেশি মিশনগুলোতে ফোন করে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলতে বলেছেন বলেও তারা জানিয়েছেন। তবে এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

রাষ্ট্রপতির ছবি সরানোর পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুঞ্জন তৈরি হয় যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকেও শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হতে পারে।

এমন অবস্থায় রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে কোন প্রভাব ফেলবে না।

অন্তর্বর্তী সরকারের এই নির্দেশনা বাস্তবায়নের কারণে চ্যান্সারি কমপ্লেক্স, মিশন প্রধানের বাড়ি এবং মিটিং রুমে এখন আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি থাকবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন