মতামত দেয়নি ৪ দল

জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে ২৬ দল

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১৭: ১৬
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৭: ২২

জুলাই জাতীয় সনদের সমন্বিত চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এখন পর্যন্ত ২৬টি রাজনৈতিক দল ও জোট মতামত দিয়েছে। তবে কমিশনের কাছে মতামত দেয়নি আরও ৪টি দল ও জোট। রোববার জাতীয় ঐকমত্য কমিশনের জনসংযোগ কর্মকর্তা পবন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে ২৪টি দল ও জোট মতামত দিয়েছে। রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশ ও নাগরিক ঐক্য তাদের মতামত দেয়। ফলে এখন পর্যন্ত ২৬টি রাজনৈতিক দল ও জোট জুলাই সনদ পর্যালোচনা করে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে মতামত দিয়েছে।

গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের সংশোধিত খসড়া পাঠানো হয়। খসড়াটির ওপর মতামত দেওয়ার জন্য শুক্রবার বিকাল তিনটা পর্যন্ত বাড়ানো হয়। ওই দিন পর্যন্ত মতামত জমা দেওয়া ২৪টি দল ও জোট হলো- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, আমার বাংলাদেশ (এবি) পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম), বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, আমজনতার দল, গণফোরাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ লেবার পার্টি, জাকের পার্টি, ভাসানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

জুলাই সনদের ওপর মতামত এখনো জমা না দেওয়া ৪টি দল ও জোট হলো—গণঅধিকার পরিষদ (জিওপি), রাষ্ট্র সংস্কার আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোট।

রাষ্ট্র কাঠামো সংস্কারে ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করতে গত ফেব্রুয়ারি মাসে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছিল সরকার। তারা প্রথম ধাপে ৩৩টি দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশনের পৃথক পৃথক সংলাপ করে। এরপর দ্বিতীয় ধাপে ২৩ দিনে এক সঙ্গে ৩০টি দল ও জোটের সঙ্গে সংলাপ করে। যেখানে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক ঐকমত্য ও সিদ্ধান্ত হয়েছে। এগুলো নিয়ে তৈরি করা হচ্ছে ‘জুলাই জাতীয় সনদ’। এতে ৮টি বিষয়ে অঙ্গীকার করার কথা থাকছে।

গত ২৯ জুলাই দলগুলোকে জুলাই সনদের একটি খসড়া দিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। খসড়া নিয়ে দলগুলো মতামতও দিয়েছিল। তার ভিত্তিতে সমন্বিত খসড়া তৈরি করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত